অ্যাপশহর

টি-২০ বিশ্বকাপে ফাইনালে দ্রুততম হাফসেঞ্চুরি করে নজির উইলিয়ামসনের

আজ দুর্দান্ত ব্যাটিং করলেন কিউয়ি অধিনাক কেন উইলিয়ামসন। ৪৮ বলে করেন ৮৫ রান। তাঁর ইনিংসে ছিল ১০টা চার ও তিনটে ছয়। তবে উইলিয়ামসন কারও সঙ্গে বড় রানের পার্টনারশিপ তৈরি করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হত।

EiSamay.Com 14 Nov 2021, 9:22 pm
EiSamay.Com FEKkDA9VIAE_mDy
টি-২০ বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন, ছবি সৌজন্য টুইটার
এই সময় ডিজিটাল ডেস্ক: বলা হয় ক্লাস ও উইলিয়ামসন সমার্থক শব্দ। স্মার্ট ক্রিকেটের সঙ্গে ব্যাটিং হল উইলিয়ামসনের অস্ত্র। যার প্রমাণ মিলল ফাইনালেও। একার হাতে দলকে টানলেন তিনি। ফল স্বরূপ অস্ট্রেলিয়ার সামনে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা রাখল নিউ জিল্যান্ড। ৪ উইকেট হারিয়ে এই রান তোলে তারা।

আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে অন্য ম্যাচগুলোর মত এই ম্যাচে দানা বাঁধতে পারেনি কিউয়িদের ব্যাটিং। মাত্র ২৮ রানে শেষ হয় ওপেনিং জুটি। ১১ রানে ফেরেন ওপেনা ড্যারেল মিশেল। তিন নম্বরে মাঠে নামেন কেন উইলিয়ামসন। তারপর শুরু হয় উইলিয়ামসন ঝড়। একেরপর এক বল মাঠের বাইরে পাঠান তিনি। তাঁর ব্যাটের উপর ভর করেই কিউয়িরা ১৭২ রান করে।

তবে উইলিয়ামসন কারও সঙ্গে বড় রানের পার্টনারশিপ তৈরি করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হত। কিন্তু তা হয়নি। বিপরীতে একের পর এক উইকেট পড়তে থাকে। ড্যারেল মিশেলের পর মার্টিন গাপটিল জাম্পার বলে আউট হন। ২৮ রানে প্যাভিলিয়নের ফেরেন তিনি। এরপর ম্যাক্সওয়েলের বলে ক্যাচ তুলে আউট হন গ্লেন ফিলিপস। তিনি করেন ১৮ রান। বিপরীতে উইকেট পড়তে থাকলেও নিজে ক্রিজে টিকে থেকে রান করে যান। একদম অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। যদিও অপরাজিত থেকে ম্যাচ শেষ করতে পারেননি তিনি ১৭ ওভার ৫ বলের মাথায় হ্যাজেলউডের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৪৮ বলে করেন ৮৫ রান। তাঁর ইনিংসে ছিল ১০টা চার ও তিনটে ছয়। এরপর জিমি নিশাম ও টিম শেইফার্ট ম্যাচের হাল ধরেন। তবে তাঁরা বেশি রান যোগ করতে পারেননি। কনওয়ের বদলে দলে সুযোগ পেয়েও সেরকম ছাপ ফেলতে পারেননি শেইফার্ট তিনি ৮ রানে অপরাজিত থাকেন। জিমি নিশামও সেমিফাইনালের খেলাটা খেলতে পারেননি। তিনি অপরাজিত থেকে করেন ১৩ রান।

অজিদের হয়ে বল হাতে জাদু দেখান জশ হ্যাজেলউডের। প্রথম ইনিংসটা যদি ব্যাট হাতে কেন উইলিয়ামসনের হয় তাহলে বল হাতে হ্যাজেলউডের তা বলাই যায়। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। তাঁর শিকারের তালিকায় আছে মিশেল, উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস। অপর একটি উইকেট নেন অ্যাডাম জাম্পা। ক্লিক করেননি মিচেল স্টা্ক। তিনি প্রথম ইনিংসে অন্যতম দামি প্লেয়ার ছিলেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল