অ্যাপশহর

একের পর এক ফাঁড়া চাহালের পরিবারে, হাসপাতালেই কাটছে বেশিরভাগ সময়!

গোটা দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রতিদিন দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। পাশাপাশি গোটা দেশে অক্সিজেনের ব্যাপক ঘাটতি রয়েছে। এমনই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই করোনায় আক্রান্ত হলেন যুজবেন্দ্র চাহালের বাবা।

EiSamay.Com 13 May 2021, 4:55 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : IPL চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন কয়েকজন ক্রিকেটার। ক্রিকেটারদের পরিবারেও হানা দিয়েছিল কোভিড ১৯। আক্রান্ত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির বাবা–মা। রবিচন্দ্রন অশ্বিনের পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগেই মারা গেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার চেতন সাকারিয়ার বাবা। এবার করোনার হানা ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহালের পরিবারে। চাহালের বাবা ও মা, দুজনেই করোনায় আক্রান্ত। বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মায়ের চিকিৎসা বাড়িতেই চলছে। ইনস্টাগ্রামে এমনই জানিয়েছেন চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা।
EiSamay.Com Yuzvendra Chahal
সপরিবারে যুজবেন্দ্র চহ্বাল, ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম


ইনস্টাগ্রামে ধনশ্রী ভার্মা লিখেছেন, ‘‌আমার শ্বশুর ও শাশুড়ি, দুজনেরই করোনা উপসর্গ ছিল। কোভিড-১৯ পরীক্ষা করার পর দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। শ্বশুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শাশুড়ির চিকিৎসা বাড়িতেই চলছে। সব ধরণের সতর্কতা নিয়েও শ্বশুর–শাশুড়ি করোনায় আক্রান্ত হয়েছেন। শ্বশুরকে ভর্তি করতে করতে আমিও হাসপাতলে গিয়েছিলাম। করোনা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, হাসপাতালে গিয়ে বুঝতে পারলাম।’‌ ইনস্টাগ্রামে সকলকে সুরক্ষিত থাকার ও পরিবারের যত্ন নেওয়ার কথা বলেছেন ধনশ্রী।

করোনায় আক্রান্ত হয়ে তাঁর দুজন নিকটাত্মীয় মারা গেছেন, সেকথাও ইনস্টাগ্রামে জানিয়েছেন ধনশ্রী। ইনস্টাগ্রামে তিনি আরও জানিয়েছেন, ‘‌এপ্রিল ও মে মাস আমাদের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। এর আগে আমার মা ও ভাই করোনায় আক্রান্ত হয়েছিল। তখন আমি IPL-র জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। জৈব সুরক্ষা বলয় ছেড়ে পরিবারের কাছে যেতে পারছিলাম না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। এইরকম পরিস্থিতিতে পরিবার থেকে দুরে থাকা খুবই কঠিন। তবে আমরা এখনও সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় কথা।’‌ ইতিমধ্যেই চাহালের সতীর্থরা ইনস্টাগ্রামে তাঁর বাবা–মার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি চাহাল করোনা যুদ্ধে সামিল হয়েছেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি করোনার জন্য যে ত্রাণ তহবিল খুলেছেন, তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের এই স্পিনার।

পরের খবর