অ্যাপশহর

‘বিসিসিআই আমার সঙ্গে শেষবেলায় যে আচরণ করেছিল, তা অ-পেশাদারী’, বিস্ফোরক যুবরাজ সিং!

ভারতীয় ক্রিকেটের তিনি যুবরাজ। ২২ গজে তাঁর রাজকীয় ব্যাটিং বহু কঠিন সময়ে ভারতকে পৌঁছে দিয়েছে জয়ের মুখে। সেই যুবরাজ সিং শেষবেলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে পাননি তাঁর প্রাপ্য সম্মানটুকু।

EiSamay.Com 27 Jul 2020, 2:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুটি বিশ্বকাপ জেতার নায়ক তিনি। ক্যানসারের বিরুদ্ধে দুরন্ত লড়াই চালিয়ে ফিরেছিলেন ২২ গজে। কিন্তু তার পর তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। যুবরাজ সিং (Yuvraj Singh) পাননি তাঁর প্রাপ্য ফেয়ারওয়েল ম্যাচ। আচমকাই যেন পূর্ণচ্ছেদ টানা হয়েছিল তাঁর কেরিয়ারে। আজ অবশ্য আর এই সব নিয়ে বিশেষ ভাবেন না যুবি। তবে ভারতের ক্রিকেট বোর্ডের (Board of Control for Cricket in India) কাছে তাঁর একটি অনুরোধ রয়েছে। যে সব খেলোয়াড়রা জীবনের সিংহভাগ দিয়েছেন দেশের জন্যে তাঁদের যেন আরও একটু সম্মান দেখানো হয় শেষ বেলায়। প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর খেলার পর ২০১৯ সালের ১০ জুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ সিং। প্রায় দু’বছর জাতীয় দল থেকে বাইরে রাখা হয় তাঁকে। অবশেষে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
EiSamay.Com yuvraj singh lashes out at bcci for the unprofessional treatment he got at the end of his career
যুবরাজ সিং


সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে যুবরাজ বলেন, ‘আমি নিজেকে ক্রিকেটের লেজেন্ড হিসেবে কোনওদিনই মনে করিনি। আমি সততার সঙ্গে খেলেছি। তবে বেশি সংখ্যক টেস্ট ক্রিকেট খেলার সুযোগ আমি পাইনি। কিংবদন্তী খেলোয়াড় তাঁদেরই বলা চলে যাঁদের টেস্ট ক্রিকেটেও বড় কোনও কৃতিত্ব থাকে। আমার তা নেই। আর কোনও খেলোয়াড়কে যথার্থ ফেয়ারওয়েল দেওয়া হবে কি না, তা বলার আমি কেউ নই। এই সিদ্ধান্ত বিসিসিআই নেবে। আমার শুধু একটা কথাই মনে হয়। আমার কেরিয়ারের শেষের দিকে যে ধরনের ব্যবহার করা হয়েছে তা ভীষণই আনপ্রফেশনাল। তবে এই অভিজ্ঞতা শুধু আমার নয়, হরভজন, সহবাগ এবং জাহির খানের মতো খেলোয়াড়রাও একই আচরণের শিকার হয়েছিলেন। হয়তো এমন আচরণই ভারতীয় ক্রিকেটের অঙ্গ! আগেও এমন দেখেছি, তাই খুব একটা অবাক হই না। তবে আশা করব ভবিষ্যতে এই ব্যবহার পরিবর্তন আনবে ভারতের ক্রিকেট বোর্ড। যাঁরা দেশের জন্যে দীর্ঘ সময় ধরে খেলেছেন, নিজেদের শ্রেষ্ঠ খেলা উজাড় করে দিয়েছেন, তাঁদের প্রাপ্য সম্মানটুকু শেষ বেলায় দেওয়া হবে।’

আরও পড়ুন: ২০২৩ বিশ্বকাপ অবধি সৌরভকেই বোর্ড প্রেসিডেন্ট দেখতে চাই: গাভাসকার

ভাগ্য ঝুলে 'সুপ্রিম' সিদ্ধান্তে! BCCI সভাপতি পদে সৌরভের মেয়াদ শেষ আজই

তাঁর খেলোয়াড় জীবনে যুবরাজ সিং মোট ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেখা গিয়েছে তাঁকে। টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোট ৫৮টি। একদিনের ম্যাচে তাঁর মোট রান ৮,৭০১, গড় ৩৬.৪৪। শতরান করেছেন ১৪টি এবং ৫২টি অর্ধশতরান রয়েছে তাঁর দখলে। বোলার হিসেবে মোট ১১১টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল