অ্যাপশহর

WTC Final : 'তুঝ মে রব দিখতা হ্যায়', গানে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানালেন সমর্থকেরা

বলিউডের বেশ কয়েকটা গানে ধ্বনিত হয়ে ওঠে গ্যালারি। তারমধ্যে রয়েছে সানি দেওলের বর্ডার সিনেমার জনপ্রিয় গান 'সন্দেশে আতে হ্যায়' এবং শাহরুখ খানের রব নে বনা দি জোড়ির জনপ্রিয় গান 'তুঝ মে রব দিখতা হ্যায়'।

EiSamay.Com 19 Jun 2021, 10:40 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : শুক্রবার প্রায় ছ'ঘণ্টা ভারতীয় দর্শকদের সাউদাম্পটনের রোজ বাওল স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু, একটাও বল মাঠে গড়ায়নি এই পরিস্থিতে কিছুটা হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছিল তাঁদের। কারণ সারাটা দিন বৃষ্টিই ভিলেন হয়ে দাঁড়িয়েছিল। গোটা দিনটা যে এভাবে জলে ধুয়ে যাবে, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। এমনকী, টস পর্যন্ত করা সম্ভব হয়নি।
EiSamay.Com Indian Cricket Fans
সাউদাম্পটনের গ্যালারিতে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা


তবে ভারতীয় সমর্থকেরা কিন্তু আশা ছাড়েননি। দ্বিতীয় দিন আবারও তাঁরা নির্দিষ্ট সময়ে মাঠে উপস্থিত হয়েছিলেন। আজ বরুণদেব কিছুটা হলেও দয়া করেছেন। বৃষ্টি না হওয়ার কারণে অবশেষে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ভারতীয় সময় অনুসারে বেলা আড়াইটে নাগাদ টসে নিউজিল্যান্ড জেতে এবং ঠিক বেলা তিনটে নাগাদ ম্যাচ শুরু হয়ে যায়। ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারতীয় সমর্থকেরা এই ম্যাচের আনন্দ উপভোগ করতে থাকেন। ইংল্যান্ডের মাটিতে তাঁরা ভারতীয় ক্রিকেট নায়কদের বিশেষ উপায়ে স্বাগত জানান। বলিউডের বেশ কয়েকটা গানে ধ্বনিত হয়ে ওঠে গ্যালারি। তারমধ্যে রয়েছে সানি দেওলের বর্ডার সিনেমার জনপ্রিয় গান 'সন্দেশে আতে হ্যায়' এবং শাহরুখ খানের রব নে বনা দি জোড়ির জনপ্রিয় গান 'তুঝ মে রব দিখতা হ্যায়'। এমনকী, তাঁরা মাঠের মধ্যে বাদ্যযন্ত্র পর্যন্ত নিয়ে এসেছিলেন।

একথা আজ আর কারোর কাছে অজানা নয় যে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা গোটা বিশ্বেই কমবেশি ছড়িয়ে রয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এই কথা স্বীকার করেছেন।

আইসিসি-কে উইলিয়ামসন বলেছেন, "যখনই আপনি ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন, গোটা মাঠের আবহটাই একেবারে বদলে যায়। এটা ভারতীয় ক্রিকেটারদের আরও অনুপ্রাণিত করে। তবে ব্যাপারটা বেশ মজার।"

আজ ভারতীয় ব্যাটসম্যানরা যখন ব্যাট করতে নামেন, তখন আকাশ যথেষ্ট মেঘলা ছিল। তবে ওপেনিং পার্টনারশিপে রোহিত শুভমান গিলকে সঙ্গী করে ৬২ রান দলের স্কোরবোর্ডে যোগ করেন। তবে প্রথম সেশনের শেষের দিকে এই দুই ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয়েছে। প্রথম সেশনে যে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট ভারসাম্য বজায় রাখতে পেরেছে, তেমনটা আশা করা যেতেই পারে। এই দুই ব্যাটসম্যানই কিউয়ি বোলারদের সহজে খেলতে পেরেছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল