অ্যাপশহর

বৃষ্টির কারণে বাতিল চতুর্থ দিনের খেলাও, WTC Final ড্রয়ের দিকে?

আজ এই গুরুত্বপূর্ণ ম্যাচের চতুর্থ দিন। এখনও পর্যন্ত একটা দলেরই প্রথম ইনিংস সম্পূর্ণ হয়েছে। ভারত ক্রিকেট দল প্রথম ইনিংসে ২১৭ রান করেছে। তৃতীয় দিনের স্টাম্প পর্যন্ত নিউজিল্যান্ড ২ উইকেটে ১০১ রান করেছে।

EiSamay.Com 21 Jun 2021, 7:46 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : আদৌ কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও একটি দল বিজয়ী হবে? নাকি এই ম্যাচ ড্রয়ের দিকে যাচ্ছে? আপাতত এই প্রশ্নই গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রথম দিনের মতো আজও বৃষ্টির কারণে মাঠে একটাও বল গড়ায়নি। অবশেষে চতুর্থ দিনের খেলা বাতিল করে দিলেন ম্যাচ আয়োজকরা।
EiSamay.Com Rain in Southampton
সাউদাম্পটনে চলছে বৃষ্টি


BCCI-এর পক্ষ থেকে একটা টুইট করে এই কথা জানানো হয়েছে :

ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মজা বৃষ্টির কারণে একেবারে ভেস্তে গেছে। সাউদাম্পটনে আয়োজিত এই খেতাবি লড়াইয়ে বৃষ্টি কার্যত পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমনিতে আজ (সোমবার) ম্যাচের চতুর্থ দিন। কিন্তু, এখনও পর্যন্ত দেড় দিনের খেলা হয়েছে।

এই ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে ধুয়ে যায়। দ্বিতীয় দিন খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ বন্ধ করে দিতে হয়। ম্যাচের দ্বিতীয় দিন মাত্র ৬৪.৪ ওভার খেলা সম্ভব হয়েছিল। একমাত্র তৃতীয় দিনের সম্পূর্ণ খেলা সম্ভব হয়েছে। বৃষ্টির কারণে চতুর্থ দিনও খেলা হবে কি না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বহুদিন ধরেই এই ম্যাচটার অপেক্ষা করছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা। কিন্তু, বৃষ্টির কারণে খেলা চালানো সম্ভবই হচ্ছে না। সাউদাম্পটনের আবহাওয়ার দিকে তাকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটা দিন রিজার্ভ ডে (২৩ জুন) হিসেবে রেখেছে। কিন্তু, এখনও পর্যন্ত ম্যাচের দিকে তাকিয়ে এই দিনটা ব্যবহার করা হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আজ এই গুরুত্বপূর্ণ ম্যাচের চতুর্থ দিন। এখনও পর্যন্ত একটা দলেরই প্রথম ইনিংস সম্পূর্ণ হয়েছে। ভারত ক্রিকেট দল প্রথম ইনিংসে ২১৭ রান করেছে। তৃতীয় দিনের স্টাম্প পর্যন্ত নিউজিল্যান্ড ২ উইকেটে ১০১ রান করেছে। কিন্তু, ভারতের থেকে নিউজিল্যান্ড এখনও পর্যন্ত ১১৬ রানে পিছিয়ে রয়েছে।

যদি চতুর্থ দিনও খেলা না হয়, তাহলে এই ম্যাচের ড্র হওয়া বেশ স্পষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে ভারত এবং নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষিত হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল