অ্যাপশহর

অবশেষে সিদ্ধিলাভ! ৩ বছর পর বড় রান করে সমালোচনার যোগ্য জবাব ঋদ্ধির

কানপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলার এই ব্যাটসম্যানের হাফসেঞ্চুরি (Wriddhiman Saha) সমালোচকদের মুখ বন্ধ করে দিল। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ষষ্ঠ অর্ধশতরান করলেন তিনি।

EiSamay.Com 29 Nov 2021, 9:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সঠিক সময়ে যোগ্য জবাব। কানপুর টেস্টের প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং পারফরম্য়ান্সের পর যখন সকলেই ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন, ঠিক সেই সময়েই ঘুরে দাঁড়ালেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলার এই ব্যাটসম্যানের হাফসেঞ্চুরি সমালোচকদের মুখ বন্ধ করে দিল। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ষষ্ঠ অর্ধশতরান করলেন তিনি। আর ঋদ্ধিকে শুভেচ্ছা জানাতে গোটা ভারতীয় ড্রেসিংরুম উঠে দাঁড়িয়ে করতালি দেয়। তবে ঋদ্ধির এই ইনিংসটা আরও বেশি স্পেশাল। কারণ কাঁধে চোট নিয়েই তিনি প্রত্যাবর্তন করলেন আরও এক বাঙালি ক্রিকেটার। ১১৫ বলে তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে ঝকঝকে সেই হাফসেঞ্চুরি।
EiSamay.Com FFRg0AKUUAQCdRB
হাফ সেঞ্চুরি করার পথে ঋদ্ধিমান সাহা, ছবি সৌজন্য - টুইটার


একটা সময় ৫১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের। নিউ জিল্যান্ড আশা করেছিল ভারতকে হয়ত ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকে রাখতে পারবে। আর সেইসঙ্গে দ্বিতীয় ইনিংসে কামব্যাক করতে পারবে। তবে টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডার আজ কামাল দেখাল। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটাও অবশ্য খুব একটা ভালো হল না। উইল ইয়ংকে দেওয়া আম্পায়ারের LBW সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকতেই পারে। তবে তার থেকেও বড় কথা, কিউয়িরা রিভিউও নিল না। টেস্ট ক্রিকেটে হরভজন সিংয়ের উইকেট শিকারের (৪১৭) রেকর্ড স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতকে এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতে হলে, সোমবার ৯ উইকেট শিকার করতে হবে। তবে নিউ জিল্যান্ড কিন্তু ছেড়ে কথা বলবে না। কিউয়িদের যথেষ্ট ব্যাটিং গভীরতা রয়েছে।
চাপ বাড়ছে ক্রমশ, রানে ফিরতে মরিয়া বিরাট
কানপুর টেস্টের প্রথম ইনিংসে ১২ বলে মাত্র ১ রান করেছিলেন ঋদ্ধিমান সাহা। তারপরই তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠতে শুরু করেছিল। অনেকেই বলতে শুরু করেছিলেন, অনেক সুযোগ দেওয়া হয়েছে, এবার অন্তত ঋদ্ধিমান সাহাকে বাদ দেওয়া উচিত। পাশাপাশি শ্রীকর ভরতকেও দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ দেওয়ার দাবি উঠছিল। তবে ঋদ্ধির এই হাফসেঞ্চুরি তাঁর দক্ষিণ আফ্রিকার টিকিট যে মোটামুটিভাবে কনফার্ম করে দিল, সেকথা চোখ বন্ধ করে বলা যায়।

আর নয়! ঋদ্ধিকে বাদ দেওয়ার দাবি ভারতীয় সমর্থকদের
অন্যদিকে তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এক অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার। লালা অমরনাথ এবং দিলাওয়ার হুসেনের পর অভিষেক টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসলেন। আপনাদের হয়ত অনেকেরই মনে থাকবে, চলতি বছরের শুরুতেই ভারতীয় মহিলা ক্রিকেটার শেফালি বর্মা ইংল্যান্ডের বিরুদ্ধেও একই রেকর্ড কায়েম করেছিলেন। তবে সেই ম্যাচ জিততে পারেনি ভারত। সোমবার কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের জেতার সুযোগ রয়েছে। তবে শেষপর্যন্ত কোনদিকে এই ম্যাচের মোড় ঘুরবে তার জন্য আপাতত অপেক্ষা করতেই হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল