অ্যাপশহর

বাংলাদেশের বিরুদ্ধে আত্মতুষ্টিকেই যত ভয় ভারতের

অজিদের বিরুদ্ধে মূলত লেগস্পিনার পুনম যাদবের দুরন্ত পারফরম্যান্সের জন্যই জিতেছিল ভারত। তার পরও একটা ব্যাপার নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যা ধারা, বড় রান বোর্ডে রাখতে না পারলে বিপক্ষ চাপ তৈরি করছে।

EiSamay.Com 24 Feb 2020, 10:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য জয় হরমনপ্রীত সিংদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেকখানি। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে আগে তবু সতর্ক ভারতের মেয়েরা।
EiSamay.Com Women in blue to face Bangladesh in ICC T20 world cup
উইমেন ইন ব্লু


টিমের সিনিয়র সদস্য বেদা কৃষ্ণমূর্তি কিন্তু বলেই দিচ্ছেন, যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জেতা জরুরি। কিন্তু সেটার পর যদি আত্মতুষ্টি ঢুকে পড়ে টিমে, তা হলেই বিপদ। মিডল অর্ডার ব্যাটসম্যানের কথায়, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা একটা দারুণ জয় পেয়েছি। ভারতীয় টিম যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে, সেটা প্রমাণ করেছি। কিন্তু এই জয়ের ফলে টিমে যদি আত্মতুষ্টি ঢুকে পড়ে, তা হলেই বিপদ। নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। আর ফোকাসটা পুরো মাত্রায় রাখতে হবে ক্রিকেটের উপরেই। যাতে বাংলাদেশকে হারাতে পারি।’

অজিদের বিরুদ্ধে মূলত লেগস্পিনার পুনম যাদবের দুরন্ত পারফরম্যান্সের জন্যই জিতেছিল ভারত। তার পরও একটা ব্যাপার নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যা ধারা, বড় রান বোর্ডে রাখতে না পারলে বিপক্ষ চাপ তৈরি করছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত মাত্র ১৩২ তুলতে পেরেছিল। আর তাই বেদা বলেছেন, ‘একটা জিনিস আমাদের ব্যাটসম্যানদের নিশ্চিত করতে হবে, স্কোরবোর্ডে যেন যথেষ্ট রান রাখতে পারি বোলারদের জন্য। তবেই ওরা বল হাতে লড়াইটা করতে পারবে। না হলে কিন্তু চাপ সামলানো কঠিন হবে।’ সঙ্গে জুড়েছেন, ‘তবে এটাও ঠিক যে, বড় রান তুলতে গিয়ে অতিরিক্ত ঝুঁকিও নেওয়া যাবে না। কিন্তু আমাদের টিমকে এগিয়ে দেওয়ার কাজটা করতেই হবে।’

পুনম যাদব, শিখা পাণ্ডেদের বোলিং টিমের ভরসা ও বিশ্বাস দুই-ই বাড়িয়ে দিয়েছে। যার উপর ভিত্তি করে হরমনপ্রীতরা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন। বেদা বলেছেন, ‘আমাদের বোলাররা দারুণ ফর্মে আছে। ওদের আরও বেশি করে নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে হবে। যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা ১৫টা রান কম করতাম, তা হলে কিন্তু বোলারদের কাজটা কঠিন হয়ে যেত। সুতরাং, বোলারদের উপর আস্থা রাখার পাশে ব্যাটসম্যানদের আরও বেশি করে রান তোলার কাজে মন দিতে হবে।’

যে বাংলাদেশের বিরুদ্ধে নামছে হ্যারির ভারত, তারা কিন্তু অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সালমা খাতুন যেমন বলেই দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার মতো টিমকে ভারত কী ভাবে হারিয়েছে, সে সব নিয়ে আমরা ভাবছিই না। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল