অ্যাপশহর

ভুবির ‘ডেড বল’ খেলার অভিজ্ঞতা কেমন ছিল? ‘গৃহবন্দি’ ফিঞ্চ ফিরলেন INDvAUS সিরিজে!

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। সেই সিরিজের তৃতীয় ODI-তে এমনই চমকে দেওয়া বোলিং করেছিলেন ভুবনেশ্বর কুমার।

EiSamay.Com 28 Mar 2020, 12:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা-আতঙ্কে আপাতত বন্ধ সব ধরনের খেলা। এর জেরে কার্যত 'গৃহবন্দি' রয়েছেন ক্রীড়াবিদরা। কেউ যেমন জিমে সময় কাটাচ্ছেন, কেউ তেমনই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তেমনই এক আড্ডায় ফিঞ্চ শেয়ার করলেন গত বছর ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের অভিজ্ঞতা। যেখানে ভুবনেশ্বর কুমারের অদ্ভুত বোলিংয়ে কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন অজি অধিনায়ক।
EiSamay.Com Finch
অ্য়ারন ফিঞ্চ (ফাইল ফটো)


আগে দেখে নেওয়া যাক ভুবির সেই বোলিং-

প্রসঙ্গত, এর পরের বলেই LBW হয়ে আউট হয়েছিলেন অ্যারন ফিঞ্চ।

গোটা অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ক্রিকেটার আজ বলেন, 'আমি বুঝতেই পারিনি কী করব। তবে সরে যাওয়া উচিত ছিল না। পরের বলেই আউট হয়ে গিয়েছিলাম। ওভারের শেষ বল ছিল।'

গতবছর জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। সেখানে তৃতীয় ODI-তে চমকপ্রদ বোলিং করেছিলেন ভুবনেশ্বর কুমার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল