অ্যাপশহর

ভারতকে অহেতুক সুবিধা দেওয়া হচ্ছে, কিং ভিভের রোষে আইসিসি

ভারতের স্বার্থে পক্ষপাতিত্ব করছে আইসিসি। গত টি-২০ বিশ্বকাপের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ওয়েস্ট ইন্ডিজের প্রবাদপ্রতিম ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস।

EiSamay.Com 29 Apr 2016, 5:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের স্বার্থে পক্ষপাতিত্ব করছে আইসিসি। গত টি-২০ বিশ্বকাপের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ওয়েস্ট ইন্ডিজের প্রবাদপ্রতিম ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস।
EiSamay.Com viv richards blsts off icc accusing the body of favouring india
ভারতকে অহেতুক সুবিধা দেওয়া হচ্ছে, কিং ভিভের রোষে আইসিসি


আইসিসি টি-২০ বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অধিনায়ক ড্যারেন স্যামির একাধিক বিরক্তিসূচক মন্তব্যের জেরে তাঁর কড়া সমালোচনা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। আইসিসি-র এই আচরণের প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কিংবদন্তী ক্যারিবিয়ান ক্রিকেট নক্ষত্র ভিভ রিচার্ডস। তাঁর অভিযোগ, দল বিশেষে আচরণে পরিবর্তন আনছে আইসিসি। পাশাপাশি, ক্রিকেট বিশ্বে অর্থ উত্‍পাদনকারী দেশ হিসেবে এগিয়ে থাকা ভারতের ক্,েত্রে কখনও কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে না বলেও তোপ দেগেছেন ভিভ।

বৃহস্পতিবার দ্য অবজার্ভার পত্রিকায় এক সাক্ষাত্‍কারে ভিভ জানিয়েছেন, 'আইসিসি-র নিয়মাবলী অনুসারে সীমিত ওভারের ক্রিকেটে এমন কিছু বিষয় রয়েছে যা অভিনব, যেমন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। তুমি যদি বিশ্বের একমাত্র ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হও তাহলে তোমার ছাতার নীচে ক্রিকেট সম্পর্কীয় সব কিছুই আসা উচিত। কিন্তু আইসিসি-র নিয়ম মেনে অনেক খেলাই ভারত খেলে না। কোনও নিয়মের তোয়াক্কা না করলেও বছরের পর বছর তারা সব ক্ষেত্রে পার পেয়ে যায়।'

প্রসঙ্গত, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর নিজের দেশের বোর্ডের বিরুদ্ধে খড়্গহস্ত ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন ড্যারেন স্যামির মন্তব্যের জন্য চলতি সপ্তাহে তাঁকে কড়া তিরস্কার করেছে আইসিসি। দুবাইয়ে বৈঠকের পর প্রকাশিত সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আচরণ সঠিক ছিল না। উপরন্তু তাঁদের অভদ্র আচরণের ফলে গোটা প্রতিযোগিতা কলঙ্কিত হয়েছে।' এর জেরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার ব্যাপারে গভীর চিন্তাভাবনা করা হচ্ছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা জামা খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এর পাশাপাশি, মার্লন স্যামুয়েলস ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন যার জেরে তাঁকে জরিমানা করা হয়। ফাইনালের পর এক সাক্ষাত্‍কারে নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার জন্য ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির কড়া সমালোচনা করে আইসিসি।

রিচার্ডসের দাবি, 'আইসিসি-র পরিচালনা সম্পর্কে গোটা বিশ্বে চোখ বোলালে বোঝা যায়, দল বিশেষে ভিন্ন আচরণবিধি পালন করা হয়।' তাঁর সংযোজন, 'স্যামির মন্তব্যের জেরে ওরা যা করতে চাইছে তার জবাব দেওয়ার চেষ্টা করছি। ওরা এমন এক নিয়ামক সংস্থা হতে চাইছে যার সাফ বক্তব্য, তুমি যদি বেগড়বাঁই কর তাহলে তোমার জন্য অমুক নিয়মে তমুক শাস্তি ধার্য করা হবে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল