অ্যাপশহর

ক্রীড়ামন্ত্রকের অ্যান্টি-ডোপিং প্যানেলে বীরু

ভারতের জাতীয় ডোপিং-বিরোধী এজেন্সি তথা NADA-র অ্যান্টি-ডোপিং প্যানেল এই প্রথমবার প্রাক্তন ক্রিকেটার নেওয়া হল।

EiSamay.Com 9 Nov 2017, 10:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রীড়ামন্ত্রকের ডোপিং বিরোধী অ্যাপিল প্যানেলে জায়গা পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। এই প্যানেল নেওয়া হয়েছে দিল্লির আর এক প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার এবং বর্তমানে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান বিনয় লাম্বাকে।
EiSamay.Com virender sehwag part of sports ministrys anti doping panel
ক্রীড়ামন্ত্রকের অ্যান্টি-ডোপিং প্যানেলে বীরু


ভারতের জাতীয় ডোপিং-বিরোধী এজেন্সি তথা NADA-র অ্যান্টি-ডোপিং প্যানেল এই প্রথমবার প্রাক্তন ক্রিকেটার নেওয়া হল।

WADA-র রিপোর্ট উল্লেখ করে একটি সূত্র জানিয়েছে, ২০১৬-য় এক ভারতীয় ক্রিকেটারের ডোপ পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়। যদিও সেই ক্রিকেটারের নাম জানানো হয়নি। WADA-র সেই দাবির ভিত্তিতেই অ্যান্টি-ডোপিং অ্যাপিল প্যানেলে প্রাক্তন দুই ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রীড়ামন্ত্রক।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল