অ্যাপশহর

Virat Kohli-তে তুষ্ট নন Virender Sehwag! নজফগড়ের নবাবের পছন্দ তালিকা ঘিরে জলঘোলা

বিশ্বকাপের দল গঠন নিয়ে নিজের মত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। দলের টপ তিন ব্যাটারের নাম ঘোষণা করলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে তাঁর তালিকায় জায়গা পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 28 Jun 2022, 4:09 pm
প্রায় চার মাস বাকি টি-২০ বিশ্বকাপের। তারআগে একাধিক সিরিজ খেলবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলে এবার আয়ারল্যান্ড। এরপর ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া রয়েছে সামনে। প্রতিটা সিরিজেই কঠিন নজর রাখছেন নির্বাচকরা। এখান থেকেই বিশ্বকাপের জন্য প্লেয়ার নির্বাচন চলবে। একাধিক নাম থাকলেও তাদের মধ্যে থেকে সঠিক দল তৈরি করা সবথেকে কঠিন। গতবারের পুনরাবৃত্তি এবার চাইছে না বোর্ড। তাই সময় নিয়ে দল গঠন করতে চায় তারা।
EiSamay.Com Sehwag Main
বীরেন্দ্র সেহওয়াগ এবং বিরাট কোহলি, ছবি সৌজন্য - Twitter


এই পরিস্থিতিতে বিশ্বকাপের দল গঠন নিয়ে নিজের মত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। দলের টপ তিন ব্যাটারের নাম ঘোষণা করলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে তাঁর তালিকায় জায়গা পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। দলের প্রাক্তন অধিনায়ক বিরাটকে বিশ্বকাপে শীর্ষ তিন ব্যাটারের মধ্যে রাখলেন না তিনি। সাধারণত তিন নম্বরে ব্যাট করতে নামেন বিরাট। বীরুর তালিকায় তিনি নেই। বীরুর তালিকায় সবার উপরে আছেন ঈশান কিষান (Ishan Kishan), কেএল রাহুল (KL Rahul) ও রোহিত শর্মা (Rohit Sharma)।
বুড়ো হাড়ের ভেলকি! পয়েন্ট টেবিলে ‘কামব্যাক’ Dinesh Karthik-এর
এর কারণ হিসেবে তিনি বলেন, ওপেনিংয়ে ডান হাতি বাঁ হাতি জুটি থাকা দরকার। ফলে ঈশানের সঙ্গে রোহিত বা রাহুলকে নামা উচিত। ২০২১ সালের মার্চ মাসে টি-২০ তে অভিষেকের পর থেকে ঈশান কিষান দুর্দান্ত ফর্মে আছেন। তিনি ১৬টা ম্যাচ খেলে করেছেন ৫২১ রান। গড় ৩৪.৭৩। স্ট্রাইক রেট ১৩৪.৯৭। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে সবথেকে বেশি রান করেছেন তিনি।
লক্ষ্য T20 World Cup 2022, Ireland-এর মুখোমুখি হচ্ছে “নতুন” Team India
সেহওয়াগ বলেন, “টি-২০ তে হার্ড হিটারের দিক থেকে ভারতের কাছে একাধিক বিকল্প রয়েছে। আমি তাই এই তিনজনকে বাছব। ওপেনিংয়ে ডান হাতি বাঁ হাতি দরকার আর রাহুলকে নিয়ে এবার আমার বিশ্বকাপে আগ্রহ আছে।” যদিও টি-২০ বিশ্বকাপে ইতিহাসে সবথেকে ধারাবাহিক বিরাট কোহলি (Virat Kohli)।
Virat Kohli নাকি Rishabh Pant? Rohit Sharma-র অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কে?
বোলারদের মধ্যে এবার IPL-এ সবথেকে বেশি নাম কামিয়েছেন উমরান মালিক (Umran Malik)। জাতীয় দলে সুযোগ পেয়ে সেভাবে ছাপ ফেলতে না পারলেও সেহওয়াগ মনে করেন তাঁকে বিশ্বকাপে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, “যদি কোনও এক পেসার থাকে যে আমাকে অভিভূত করেছে, সেটা উমরান মালিক। ওকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সামি (Mohammad Shami)-র পাশে খেলানো উচিত।”
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর