অ্যাপশহর

ফাস্ট বোলিং কোচ চাইলেন কোহলি-কুম্বলে

সামনের সপ্তাহেই শুরু হচ্ছে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। তার আগে বিসিসিআইয়ের মিটিংয়ে ফাস্ট বোলিং কোচ চাইলেন কোচ অনিল কুম্বলে এবং ক্যাপ্টেন কোহলি।

EiSamay.Com 23 May 2017, 11:47 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সামনের সপ্তাহেই শুরু হচ্ছে ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। তার আগে বিসিসিআইয়ের মিটিংয়ে ফাস্ট বোলিং কোচ চাইলেন কোচ অনিল কুম্বলে এবং ক্যাপ্টেন কোহলি। গত রবিবার কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর সঙ্গে একটি বৈঠকে এই দাবি জানিয়েছেন তাঁরা।
EiSamay.Com virat kumble push bcci for fast bowling coach
ফাস্ট বোলিং কোচ চাইলেন কোহলি-কুম্বলে


প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর আমলে ভরত অরুণ পেস বোলারদের কোচিং করাতেন। গত জুন মাসে শাস্ত্রী জমানা শেষ হতে কুম্বলে কোচ হন। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার থেকে গেলেও ভরত অরুণকে রাখা হয়নি। এমনকী তাঁর বদলি হিসাবেও কারও নাম ভাবা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ পেসার নিয়ে দল গড়া হয়েছে। ইশান্ত শর্মাও দলে মাঝে মধ্যেই থাকছেন। ফলে এঁদের প্রশিক্ষণের জন্য আলাদা কোচের দরকার। উপরন্তু পেসারদের চোট-আঘাত কমানোর জন্যেও স্পেশালিস্ট কোচ প্রয়োজন।

কোহলি এবং কুম্বলে এও চাইছেন, যাতে সঞ্জয় বাঙ্গারকে সহকারি কোচের পদে নিযুক্ত করে তাঁর বেতন ৩-৪ কোটি টাকা করা হয়। যদিও এই দাবি মানতে চায়নি CoA। আগামী দিনে শুধুমাত্র কোনও পেশাদার ব্যক্তিকেই ভারতীয়দলের ম্যানেজার হিসাবে চাইছেন তাঁরা। এত দিন ধরে কোনও বোর্ড কর্তাকেই এই দায়িত্ব দেওয়া হত।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল