অ্যাপশহর

‘অধিনায়ক হয়েও সিদ্ধান্ত ধোনিকেই নিতে দিতেন বিরাট’, ফাঁস করলেন প্রাক্তন কোচ

আবারও সামনে এল Virat Kohli এবং Mahendra Singh Dhoni-এর রসায়নের অকপট সত্য। পদে বিরাট থাকলেও সিদ্ধান্ত হত ধোনির। ক্যাপ্টেন কোহলির জীবনে ক্যাপ্টেন কুলের প্রভাব কতটা তা ফাঁস করলেন ভারতীয় ড্রেসিংরুমের আরেক সদস্য।

Lipi 23 Nov 2021, 2:05 pm

হাইলাইটস

  • ধোনির ড্রেসিংরুমে থাকাটা বিরাটের কাছে অনুপ্রেরণা
  • অধিনায়ক হওয়ার পরও অধিনায়কত্বের সিদ্ধান্ত ধোনিকেই নিতে দিতেন কোহলি
  • ধোনি-কোহলি ড্রেসিংরুম রসায়ন ফাঁস করলেন প্রাক্তন বোলিং কোচ
EiSamay.Com virat dhoni
এই সময় ডিজিটাল ডেস্ক: বলা হয় দলে সিনিয়র জুনিয়রের ভারসাম্য না থাকলে সেই দলে সাফল্য আসে না। ভারত বরাবরই সিনিয়র জুনিয়রে ভারসাম্য বজায় রেখেছে। সেটা ধোনির নেতৃত্বে হোক বা বিরাটের। একাধিকবার সিনিয়রদের থেকে সাহায্যও নিয়েছেন তাঁরা। যা এবার খোলসা করলেন ভারতের প্রাক্তন বোলিং কোচ Bharat Arun।
দলে Mahendra Singh Dhoni-এর ভূমিকা কী ছিল তা বোঝাতে তিনি জানান, Virat Kohli তাঁর অধিনায়কত্বের প্রথম দিকে ম্যাচের মধ্যে ছোটোখাটো সিদ্ধান্ত ধোনিকেই নিতে দিতেন। বিশেষ করে T20 ও একদিনের ক্রিকেটে বিরাট এটা করে থাকতেন।

IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ট্রফি জেতেন ধোনি। এরপর বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে যোগ দেন তিনি। কিন্তু, প্লেয়ার ছেড়ে অন্যভূমিকায় প্রথম মিশনেই ব্যর্থ হন। গ্রুপ স্তর থেকে বিদায় নিতে হয় ভারতকে। তবে ধোনির ড্রেসিংরুমে থাকাটা দলের বাকিদের অনুপ্রেরণা জোগায়। তা দেখা গেছে IPL-এও। ম্যাচের পরে একাধিক তরুণ প্লেয়ারকে ধোনির থেকে টিপস নিতে দেখা গেছে। পাশাপাশি বিশ্বকাপেও দেখা গেছে পাকিস্তানের প্লেয়াররা ধোনির থেকে পরামর্শ নিচ্ছেন।

ভরত অরুণ একটি সাক্ষাৎকারে বলেন, ‘রবি ধোনির মত সিনিয়র সদস্যের দলে থাকার কারণ বলেছেন। ধোনিকে দলে রাখা মানে ওকে সম্মান প্রদর্শন এবং ও অবশ্যই সাহায্য করবে। কোহলি বুঝেছে ধোনির থেকে ওর দায়িত্ব নেওয়াটা কতটা মসৃণ ছিল। আপনি দেখবেন কোহলি ধোনিকে মাঠে সম্মান জানিয়ে ছোটো ছোটো সিদ্ধান্তগুলো ওকে নিতে দেয়। এইজিনিসগুলো আসে বিশ্বাস ও সম্মান থেকে।’

অভিষেকেই সফল রোহিত-দ্রাবিড় জুটি, অভিনন্দনটুকুও জানালেন না বিরাট

ধোনির হাত থেকে কোহলি দায়িত্ব নিলেও এখনও তিনি ICC-র কোনও ট্রফি জিততে পারেননি। তবে কোহলির নেতৃত্বে একাধিক বড় সাফল্য পেয়েছে ভারত। বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর জমানা প্রায় একই সময়ে চলেছে। শাস্ত্রী জমানায় ভারত কী পেয়েছে এই প্রশ্নের জবাবে ভরত অরুণ বলেন, ‘দলে সততা ও ভয় না পাওয়া ঢুকেছে। শাস্ত্রীর সময়ে দলে কোনও এজেন্ডা ছিল না। সিদ্ধান্ত ঠিক না ভুল তা বলা অপ্রাসঙ্গিক। ওরা সবাই ঠিক জায়গা থেকে এসেছে। দলের ব্যাপারে ভাবে ও প্রয়োজনে দলের পাশে দাঁড়ায়।’

রবি শাস্ত্রী ও ভরত অরুণের পরে এবার ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড় ও পারাস মামব্রে।প্রথম কাজেই লেটার মার্কস নিয়ে পাস করেছেন। নিউজিল্য়ান্ডকে T20 সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এবার সামনে দুটো টেস্ট ম্যাচ। সেটা জিততে পারলে শুরুটা আরও ভালো হবে। রোহিতের নেতৃত্বে ও দ্রাবিড়ের কোচিংয়ে এই প্রথম খেলল ভারত। রোহিত ও রাহুলের মধ্যে কে সেরা তা নিয়ে প্রশ্ন করা হবে ভরত অরুণ বলেন, ‘দলের বাইরে একটা ঝড়ছে ওদের সম্পর্ক নিয়ে। দুজনের মধ্যে খুব সুস্থ সম্পর্ক আছে এবং দুজনের মধ্যে কথাও হয়।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল