অ্যাপশহর

৭ বছর পর অধিনায়কের মুকুট সরিয়ে খেলতে নামছেন 'ব্যাটসম্যান' বিরাট

অনেকেই এই আশঙ্কা করেছিলেন যে ব্যাটসম্যান বিরাট কোহলি অধিনায়কত্বের চাপে বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছেন। সমালোচকদের ভুল প্রমাণিত করে আবারও কি ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন কোহলি?

EiSamay.Com 18 Jan 2022, 6:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মাঝখানে কেটে গিয়েছে সাত-সাতটা বছর। অধিনায়কের মুকুট পাশে সরিয়ে রেখে আবারও খেলবে নামবেন 'ব্যাটসম্য়ান' বিরাট কোহলি। বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। চোটের কারণে যেহেতু রোহিত শর্মা এই সফরে আসতে পারেননি, তাই রাহুলের উপরেই নজর থাকবে আসমুদ্রহিমাচলের।
EiSamay.Com Virat Kohli (1)
বিরাট কোহলি, ছবি সৌজন্য - Instagram/virat.kohli


২০১৪ সালে গোটা দেশের ভারতীয় ক্রিকেট সমর্থকদের কার্যত অবাক করে মহেন্দ্র সিং ধোনি যখন টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ঘোষণা করেন, তখনই কোহলিকে লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে গ্রহণ করা হয়। বছর দিয়েক পরে পাকাপাকিভাবে তিন ফরম্যাটের অধিনায়কের মুকুট বিরাটের মাথায় পরিয়ে দেওয়া হয়। মাঝখানে কেটে যায় অনেকগুলো বছর। তার ওপরে IPL টুর্নামেন্টে অধিনায়ক হওয়ার চাপ তো ছিলই।
'বিরাটের সিদ্ধান্ত ব্যক্তিগত...', দেশজোড়া ক্ষোভের মুখে 'সাফাই' সৌরভের!
যতদিন গেছে বিরাট কোহলি নিজেকে ভারতীয় ক্রিকেট দলের সুযোগ্য অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তবে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের পরেই বিরাট কোহলির ব্যাটিং পারফরম্যান্স ধীরে ধীরে অস্তাচলে যেতে শুরু করে। যাঁকে ভাবা হয়েছিল সচিনের শতরানের সেঞ্চুরি রেকর্ড ভাঙার একমাত্র দাবিদার, তাঁর ব্যাট থেকে গত ২ বছরে শতরানের দেখা নেই ।
বোর্ডের ফেয়ারওয়েল ম্যাচের প্রস্তাব ফিরিয়ে সপাট জবাব কোহলির
তবে গত কয়েকমাসে গঙ্গা থেকে অনেক জল বয়ে গিয়েছে। বিরাটের ব্যাটিং পারফরম্যান্স ক্রমশ পড়তির দিকে যেতে শুরু করে। গত একবছরে অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মেরে বেশিরভাগ সময় আউট হন। মানসিক ও টেকনিক দুটো চাপ একসঙ্গে দেখা দেয়। এরপর তিনি নিজেই জাতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানান। পাশাপাশি IPL টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়কত্বও ছেড়ে দেওয়া হয়েছে। এরপর মাসখানেকের মধ্যেই তাঁর হাত থেকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়। এই ঘটনা নিয়ে জলঘোলা কম হয়নি। বোর্ড-বিরাট দ্বৈরথ প্রকাশ্যে চলে এসেছিল।
BCCI ছাড়তে চলেছেন সৌরভ! জোর জল্পনা ক্রিকেটমহলে
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পরেই বিরাট লাল বলের ক্রিকেটেও অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। অনেকেই এই আশঙ্কা করেছিলেন যে ব্যাটসম্যান বিরাট কোহলি অধিনায়কত্বের চাপে বোধহয় কোথাও হারিয়ে যাচ্ছেন। সমালোচকদের ভুল প্রমাণিত করে আবারও কি ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন কোহলি? আপাতত সেইদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তাকিয়ে রয়েছেন বিরাট নিজেও।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল