অ্যাপশহর

Virat Kohli: এশিয়া কাপে বসতে পারেন বিরাট? বড় সিদ্ধান্তের পথে দ্রাবিড়

IPL-এ দীনেশ কার্তিকের ফিনিশ করার ক্ষমতা দেখে তাঁকে ফিনিশার হিসেবে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কার্তিককে বাদ দিলে ফিনিশে হার্দিক একা থাকবেন। এই সমস্যাটা বাদ দিলেও দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। তিনিও ফর্মে রয়েছেন। তাঁকেও মিডল অর্ডারে সুযোগ দিতে পারেন দ্রাবিড়। সেক্ষেত্রে হুডার অলরাউন্ড পারফরমেন্সের সুবিধা পাবে দল। অতিরিক্ত বোলার দলে থাকবেন।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 10 Aug 2022, 6:41 pm
এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলে যেমন প্রত্যাবর্তন করছেন বিরাট কোহলি ও কেএল রাহুল তেমনই দলে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ প্লেয়ার। তবে দল ঘোষণার পর উঠেছে একাধিক প্রশ্ন। যারমধ্যে সবথেকে বেশি হল প্রথম একাদশ তৈরি নিয়ে। দলে একাধিক বিকল্প থাকায় কে সুযোগ পাবেন আর বসবেন সেটা এখন সবথেকে চ্যালেঞ্জের টিম ম্যানেজমেন্টের কাছে।
EiSamay.Com Virat Main
বাবর আজম এবং বিরাট কোহলি, ছবি সৌজন্য - Twitter


এশিয়া কাপের দল থেকেই বেছে নেওয়া হবে বিশ্বকাপের দল। যদিও চোটের কারণে এশিয়া কাপে খেলবেন না জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল। তবে বিশ্বকাপের আগে তাঁরা সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী সকলে। আপাতত তাঁরা NCA-তে ফিটনেসের কাজ করছেন, তাঁরা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আপাতত দেখার।
Dinesh Karthik: “ধারাভাষ্যটাই ও ভালো করে...”, এশিয়া কাপে কার্তিককে নিয়ে হতাশা প্রকাশ জাদেজার
এবার নতুন মানসিকতা নিয়ে টি-২০ খেলছে ভারত। রোহিত দায়িত্ব নেওয়ার পর দল আরও আক্রমণাত্মক হয়েছে। ফলে ব্যাটারদের স্ট্রাইক রেটও বাড়ছে। গতবারের টি-২০ বিশ্বকাপের পর ভারতের পাওয়া প্লে-তে রানের পরিমাণ বেড়েছে। ব্যাটাররা এখন উইকেটের পরোয়া না করে রিস্ক নিচ্ছেন। যার ফলে এখনও পর্যন্ত ভারতের গড় রান রেট ৮.৮২। এই পরিস্থিতিতে টপ অর্ডার কী হবে সেটা এখন বড় প্রশ্ন। কারণ এবার দলে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি রয়েছেন। ফর্মের কারণে দলে অটোমেটিক চয়েস সূর্যকুমার যাদব। যদি টপ অর্ডারে এই চার ব্যাটারকে রাখতে হয় তাহলে বাদ পরবেন দীনেশ কার্তিক। কারণ ঋষভ পন্থ আবার উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ।
Shaheen Afridi: 'আফ্রিদিকে পিটিয়ে ছাতু করবেন রোহিত-বিরাট', ভবিষ্যদ্বাণী প্রাক্তন পাক বোলারের
IPL-এ দীনেশ কার্তিকের ফিনিশ করার ক্ষমতা দেখে তাঁকে ফিনিশার হিসেবে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কার্তিককে বাদ দিলে ফিনিশে হার্দিক একা থাকবেন। এই সমস্যাটা বাদ দিলেও দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। তিনিও ফর্মে রয়েছেন। তাঁকেও মিডল অর্ডারে সুযোগ দিতে পারেন দ্রাবিড়। সেক্ষেত্রে হুডার অলরাউন্ড পারফরমেন্সের সুবিধা পাবে দল। অতিরিক্ত বোলার দলে থাকবেন।
Virat Kohli CWG 2022: "তোমাদের জন্য গর্বিত", কমনওয়েলথ পদক জয়ীদের কোলাজে বার্তা বিরাটের
এখন সবথেকে বড় সিদ্ধান্ত যেটা নিতে হবে ম্যানেজমেন্টকে তা হল ফর্ম নাকি নামের দিকে তাঁরা দেখবেন। কারণ কেএল রাহুল ও বিরাট কোহলি দলে থাকলে ফর্মে থাকা দীনেশ কার্তিক বা দীপক হুডার মধ্যে একজন সুযোগ পাবেন। যদি দীপক হুডা, দীনেশ কার্তিক ও হার্দিক পান্ডিয়াকে দলে রাখতে হয় তাহলে রাহুল বা বিরাটের মধ্যে কাউকে একজনকে বসতে হবে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর