অ্যাপশহর

চাপ বাড়ছে ক্রমশ, রানে ফিরতে মরিয়া বিরাট

২০১৯ সালের পর থেকে বিরাট কোহলি তাঁর সেরা সময় খুঁজে বেড়াচ্ছেন। ইংল্যান্ড সিরিজে অর্ধশতরান করলেও তারপর থেকে আর তিনি জ্বলে উঠতে পারেননি। দলের অধিনায়কের থেকে এই পারফরম্যান্স দেখে স্বভাবতই হতাশ সমর্থকরা।

Lipi 28 Nov 2021, 1:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি। অধিনায়কত্বও করবেন তিনি। ফর্মে যাতে কোনও খামতি না থাকে তার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। সম্প্রতি টুইটারে শেয়ার করা একটি ভিডিয়োতে তিনি জিমে গা ঘামানোর একটা ক্লিপ শেয়ার করেন। ৩ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।
EiSamay.Com Virat Kohli
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে ফিরবেন বিরাট কোহলি, ছবি সৌজন্য - টুইটার


বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ও প্রথম টেস্ট থেকে বিশ্রামে আছেন বিরাট কোহলি। দ্বিতীয় টেস্ট থেকে তিনি দলের অধিনায়কত্ব নেবেন। কিন্তু, ছুটিতেও থাকলে তিনি যে প্রস্তুতিতে কোনওরকম ফাঁক রাখছেন না তার প্রমাণ মিলেছে একাধিকবার। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মুম্বইতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে ব্যাটিং অনুশীলন করছেন। এরপর তাঁকে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতেও দেখা যায়। এবার তিনি জিমে গা ঘামানোর ক্লিপ শেয়ার করলেন। ক্যাপশনে লেখেন, ‘কষ্টের চেয়ে স্বাচ্ছন্দ্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য বড় হুমকি।’
আর নয়! ঋদ্ধিকে বাদ দেওয়ার দাবি ভারতীয় সমর্থকদের
২০১৯ সালের পর থেকে বিরাট কোহলি তাঁর সেরা সময় খুঁজে বেড়াচ্ছেন। ইংল্যান্ড সিরিজে অর্ধশতরান করলেও তারপর থেকে আর তিনি জ্বলে উঠতে পারেননি। দলের অধিনায়কের থেকে এই পারফরম্যান্স দেখে স্বভাবতই হতাশ সমর্থকরা। এরপরই কোহলি টি-২০ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। IPL ও আন্তর্জাতিক ক্রিকেট দুটোরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ব্যাটিংয়ে পুরো সময় দিতেই তাঁর এই সিদ্ধান্ত বলেও জানিয়েছিলেন তিনি। IPL হারের ধাক্কা, বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স কাটিয়ে বিরাট দ্বিতীয় টেস্টে কতটা ভালো ফল করতে পারেন সেইদিকে তাকিয়ে সমর্থকরা।
অভিষেকেই সফল রোহিত-দ্রাবিড় জুটি, অভিনন্দনটুকুও জানালেন না বিরাট
অন্যদিকে অজিঙ্কা রাহানের কাছে এই টেস্টের পর জাতীয় দলে সুযোগ পাওয়াটা চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে করছেন অনেকে। কারণ বিরাটের মত অজিঙ্কাও দীর্ঘদিন ফর্মে নেই। চলতি ম্যাচেও তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম ইনিংসে তিনি করেন ৩৫ রান। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান। অন্যদিকে শ্রেয়স আইয়ার প্রথম ইনিংসে শতরান করেন। ফলে এরপর প্রশ্ন উঠছে অজিঙ্কার ভবিষ্যত নিয়ে। অন্যদিকে চেতেশ্বর পূজারাও চমকপ্রদ ফল করতে পারেননি এই ম্যাচে। অফ ফর্মে থাকা দুই প্লেয়ারকে বোর্ড কতদিন সুযোগ দেবে সেই প্রশ্নই এখন সমর্থকদের মনে।
৫-এ পাঁচ! সাফল্যের নয়া মন্ত্র খোলসা অক্সরের
নিউ জিল্যান্ড সিরিজের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। তবে তা এখনও নিশ্চিত নয়। যদি দক্ষিণ আফ্রিকা সফর সম্ভব হয়, তাহলে এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল