অ্যাপশহর

'অস্ট্রেলিয়ায় ৩৬ রানে অলআউট হয়েও ঘুরে দাঁড়িয়েছিলাম', ম্যাচ হেরে পেপটক কোহলির

তৃতীয় টেস্টের প্রথম থেকেই ভারতকে ভুগিয়েছে ব্যাটিং। টসে জিতে ব্যাটিং নেন কোহলি। তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং ব্রিগেড। প্রথম ইনিংস ৭৮ রানে শেষ করে ভারত।

Lipi 28 Aug 2021, 8:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় টেস্টে লজ্জাজনক পরাজয়ের মুখ দেখল ভারত। এক ইনিংস ও ৭৮ রানে পরাজয় স্বীকার করতে হল কোহলি ব্রিগেডকে। লর্ডস টেস্টে দুরন্ত জয়ের ধারা এই টেস্টে বজায় থাকল না। ১-১ এ আপাতত সিরিজে সমতা ফিরিয়ে আনল ইংল্যান্ড।
EiSamay.Com Indian Cricket Team
ভারতীয় ক্রিকেট দল, ছবি সৌজন্য - টুইটার


তৃতীয় টেস্টের প্রথম থেকেই ভারতকে ভুগিয়েছে ব্যাটিং। টসে জিতে ব্যাটিং নেন কোহলি। তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং ব্রিগেড। প্রথম ইনিংস ৭৮ রানে শেষ করে ভারত। যদিও বিরাট মনে করেন, ইংল্যান্ডে এটা আকছার হয়। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'ব্যাটিং ভেঙে পড়া এই দেশে মাঝে মাঝেই হয়। আমরা ভেবেছিলাম পিচটা ব্যাট করার জন্য ভালো, বল ভালো আসবে। ইংল্যান্ড যখন ব্যাটিং করল তখন পিচটা আলাদা ছিল। তার উপরে আমরা বলের সঙ্গে ভালো খেলতে পারিনি। ফলে দল কেমন খেলেছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। কিন্তু আমরা ফিরে আসব ভেবেছিলাম।'

প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা পাল্টা লড়াইয়ের চেষ্টা করে ভারত। কিন্তু শুরুটা ভালো করলেও শেষে গিয়ে মুখ থুবড়ে পড়ে দলের মিডল অর্ডার। এই বিষয়ে অধিনায়ক বলেন, 'টপ অর্ডারকে পর্যাপ্ত রান করতে হবে যাতে মিডল অর্ডার সেট হতে পারে। প্রথম দুটো ম্যাচে আমরা ভালো রান করেছিলাম। কিন্তু যখন এরকম একটা রান হয়, তখন এখান থেকে খুব একটা বেশি আশা করা যায় না। ব্যাটিং যত এগিয়েছে আমাদের উচিত ছিল কনফিডেন্ট থাকা। অস্ট্রেলিয়াতে যখন আমরা ৩৬ রানে আউট হয়ে গেছিলাম তারপরও ফিরে এসেছিলাম।'

প্রথম দুটো টেস্টে পূজারার ব্যাটিং ব্যর্থতার পর ক্রিকেটার পরিবর্তনের দাবি উঠেছিল। বলা হয়েছিল, অশ্বিনকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু একই দল রেখে গেছেন কোহলি। প্রথম টেস্টে শার্দুল ঠাকুর খেলেন। দ্বিতীয় টেস্টের আগে তিনি চোট পাওয়ায় ইশান্ত শর্মা সুযোগ পান। তৃতীয় টেস্টে ব্যর্থ হন তিনি। অন্যদিকে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস বাদ দিলে ভারতের ব্যাটিং অর্ডার তেমন ভালো ফল করতে পারেনি। চতুর্থ টেস্টেও কি একই দল নিয়ে নামবে ভারত? জবাবে বিরাট বলেন, 'এটা উইকেটের উপর নির্ভর করবে। কতটা আর্দ্রতা রয়েছে, তা দেখতে হবে। তবে আমার মনে হয়, গতি সহায়ক উইকেটই হবে। তবে এটা টেস্ট ক্রিকেট। আমাদের ফিরে আসার উদাহরণ আছে। কয়েকটা জিনিস আমাদের ঠিক করতে হবে। ভুলগুলো শুধরে ফেলতে হবে। তাহলেই আমরা আবার ফিরে আসতে পারব।'

তবে প্রতিপক্ষের ক্রিকেটের প্রশংসা করেন বিরাট। পাশাপাশি প্রথম ইনিংসে কম রানের জন্যই যে হারতে হল তাও স্বীকার করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোহলি সোজাসুজি বলেন, 'এটা হয়েছে কম রানের জন্য। আমরা ৮০-র নিচে রান করেছিলাম। আর বিপক্ষ অনেক রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। কিন্তু গতকাল আমরা ম্যাচে টিকে থাকতে পর্যাপ্ত চেষ্টা করেছিলাম। লড়াইয়ে ফিরতে চেয়েছিলাম। কিন্তু আজ ইংল্যান্ডের দিক থেকে অনেক চাপ আসছিল। তাই ওরা যেই ফল চেয়েছে সেটা পেয়েছে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল