অ্যাপশহর

Virat Kohli Out : সব শেষ হয়ে গেল...! আউট হতেই মুখ ব্যাজার কিং কোহলির

বিরাট কোহলি যে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অক্সিজেন সেটা আলাদা করে বলার দরকার নেই। WTC ফাইনালে তিনি জ্বলে উঠতে পারলেন না।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 8 Jun 2023, 10:16 pm
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনই চালকের আসনে বসে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার হাত থেকে এই ম্যাচের লাগাম ক্রমশ হালকা হতে শুরু করেছে। ব্যাটিং সাফল্যের পর কেনিংটন ওভালের উইকেটে আগুন ঝরাচ্ছেন অজি পেসাররা। ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। আউট হয়েছেন রোহিত শর্মা (১৫), শুভমান গিল (১৩), চেতেশ্বর পূজারা (১৪) এবং বিরাট কোহলি (১৪)। কেউই বড় রান করতে পারেননি। একটা সময় বিরাট কোহলি ভারতীয় ব্যাটিং ব্রিগেডের এক প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু, ভারতীয় ইনিংসের ১৯তম ওভারে মিচেল স্টার্কের একটি ডেলিভারি বিরাট ডিফেন্ড করতে চাইলেও, তা দ্বিতীয় স্লিপে চলে যায়। সেখানে স্টিভ স্মিথ ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। আর সেইসঙ্গে পতন হয় টিম ইন্ডিয়ার চতুর্থ উইকেটের।
Virat Kohli Video: বিরাট কোহলি এক ভরসার নাম!

Rohit Sharma : WTC-তেও ডাঁহা ফেল! রোহিত আউট হতেই সমালোচনার ঝড়
দেখুন ভিডিয়ো : আউট হয়ে ফেরার সময় বিরাট কোহলির প্রতিক্রিয়া
View this post on Instagram A post shared by ICC (@icc)


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় দিন চা-পানের বিরতিতেই টিম ইন্ডিয়ার কার্যত নাভিশ্বাস উঠতে শুরু করে। বৃহস্পতিবার ওভালে শুরুতেই ভারতীয় ক্রিকেট দলের দুই ওপেনার প্যাভিলিয়নে ফিয়ে যাওয়ার পর রোহিত ব্রিগেডের কাজটা অনেকটাই কঠিন হয়ে যায়। বুধবারের পর ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া আরও ১৪২ রান যোগ করেছেন। সঙ্গে হারিয়েছে সাতটি উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন মহম্মদ সিরাজ। তিনি একাই চারটে উইকেট শিকার করেছেন।
Virat Kohli vs Australia : ভয়ের নাম 'কিং কোহলি', WTC ফাইনালের আগেই কাঁপছে অজি ব্রিগেড
চা-পানের বিরতির আগে ভারতীয় ক্রিকেট দল ১০ ওভার ব্যাট করেছিল। তার মধ্যেই ফিরে যান রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিতের উইকেট নেন প্যাট কামিন্স এবং শুভমানেরটা স্কট বোল্যান্ড। দিনের অন্তিম সেশন শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৩৭ রান ছিল। ৪ রানে ব্যাট করছিলেন বিরাট কোহলি এবং ৩ রানে চেতেশ্বর পূজারা। আর অস্ট্রেলিয়ার থেকে টিম ইন্ডিয়া তখনও ৪৩২ রানে পিছিয়ে ছিল। রোহিত (২৬ বলে ১৫ রান) এবং শুভমান (১৫ বলে ১৩ রান) শুরু থেকে ভালো টাচে থাকলেও বড় পার্টনারশিপ গড়তে পারেননি। প্যাট কামিন্সের কোনাকুনি আসা ডেলিভারি বুঝতে পারেননি রোহিত, আর গিল তো বোল্যান্ডের ডেলিভারি 'লিভ' করতে গিয়েছিলেন।
Virat Kohli Celebration : খোয়াজা ফিরতেই কোহলি গর্জন, রাজকীয় চিৎকারে কাঁপল দ্য ওভাল! ভাইরাল ভিডিয়ো
এই উইকেট যে ব্যাট করার জন্য যথেষ্ট ভালো, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, ভারতীয় ব্যাটাররা এখনও পর্যন্ত এই উইকেটের ফায়দা তুলতে পারেননি। মধ্যাহ্নভোজের পর অ্যালেক্স ক্যারে অজি ব্রিগেডের রান ৪৫০ পর্যন্ত টেনে নিয়ে যান। তিনি ৬৯ বলে ৪৮ রান করেন।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল