অ্যাপশহর

'দক্ষিণ আফ্রিকায় সিরিজ হার কারণ নয়', বিরাট বিতর্কে সাফাই বোর্ড কর্তার

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে (India vs South Africa) পরাজয় কিন্তু বিরাটের দায়িত্ব ছাড়ার কারণ একেবারেই নয়।

EiSamay.Com 15 Jan 2022, 10:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তারপর অনেকেই এই মন্তব্য করতে শুরু করেছেন যে প্রোটিয়াদের বিরুদ্ধে পরাজয়ের কারণেই বোধহয় কোহলি নিজের দায়িত্ব থেকে সরে এসেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে পরাজয় কিন্তু বিরাটের দায়িত্ব ছাড়ার কারণ একেবারেই নয়। BCCI কোষাধ্যক্ষ অরুণ ধূমাল বললেন, 'বিরাট কোহলির এই সিদ্ধান্তকে আমরা যথেষ্ট সম্মান জানাই। আমি আশা করব, বিরাটের ব্যাটিং দক্ষতায় ভারতীয় ক্রিকেট দল আরও উন্নতির শিখরে পৌঁছতে পারবে। আমি একথা কখনই মনে করি না যে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টেস্ট সিরিজে পরাজয়, বিরাটের এই সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলেছে।'
EiSamay.Com Virat Kohli main (2)
Virat Kohli, ছবি সৌজন্য - Facebook/Virat Kohli


কিন্তু, পরবর্তী অধিনায়ক কাকে করা হবে? অরুণবাবুকে এই প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'নির্বাচকেরা ঠিক করেন যে কাকে দলের অধিনায়ক পদে বসানো হবে। বোর্ডের পদাধিকারীদের এখানে কোনও হাত নেই। পরবর্তী অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখনও কোনও আলোচনা করা হয়নি।'

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল বলেন, 'আমরা কোহলির সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। টেস্ট অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলে ওঁর অবদান অনস্বীকার্য। বিরাটের নেতৃত্বে আমরা টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি জয় পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এবং আশা করব যে একজন খেলোয়াড় হিসেবে বিরাট কোহলি টিম ইন্ডিয়া এবং ভারতীয় ক্রিকেটে তাঁর অসামান্য অবদান রাখবে।'

তবে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও কোনও মন্তব্য করেননি।

এদিকে আবার বোর্ড সচিব জয় শাহ টুইট করে বললেন, 'ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি যে অসাধারণ সময়টা কাটিয়েছেন, তার জন্য শুভেচ্ছা জানাতে চাই। বিরাটের নেতৃত্বে এই দলটার রন্ধ্রে রন্ধ্রে ফিটনেস ঢুকে পড়েছিল। আর সেকারণেই দেশে এবং বিদেশে ভারতীয় ক্রিকেট দল এতটা সাফল্য অর্জন করেছে। এরমধ্যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়টা এককথায় অসাধারণ ছিল।'

শনিবার একটি টুইট করে বিরাট কোহলি বলেন, 'টানা ৭ বছর ধরে আমি কঠিন পরিশ্রম এবং অধ্যাবসায়ের সঙ্গে নিজের কাজটা করে এসেছি। প্রতিদিন চেয়েছি যাতে দলটা একটা সঠিক পথে যায়। আমি সততার সঙ্গে এই কাজটা করে গিয়েছি। সেখানে কোনও ভুল কিন্তু ছিল না। তবে সবকিছুই একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যায়। আমার টেস্ট অধিনায়কত্বও এবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর সেটা এখনই। আমার এই যাত্রাপথে অনেকটাই চড়াই-উতরাই ছিল। তবে আমার নিজের কোনও খামতি ছিল না। না ছিল আত্মবিশ্বাসের অভাব। আমি যা করেছি নিজের ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। আর যদি সেটা না করতে পারতাম, তাহলে জানতাম যে আমি সেরাটা দিতে পারছি না। আমার মনের মধ্যে স্বচ্ছ্বতা ছিল। দলের কাছে আমি অসৎ হতে পারব না।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল