অ্যাপশহর

জাতীয় সংগীত চলাকালীন চিবোচ্ছিলেন চুইংগাম! নয়া বিতর্কে কোহলি

বিরাট কোহলিকে যেন বিতর্ক ছাড়তেই চাইছে না। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে যখন জাতীয় সংগীত চলছিল, সেইসময় তাঁকে চুইংগাম চিবোতে দেখা গিয়েছিল।

EiSamay.Com 23 Jan 2022, 11:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি আরও একটি বিতর্কের মুখে পড়লেন। রবিবার (২৩ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজে অন্তিম ম্যাচটি খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। খেলার শুরুর আগে যখন জাতীয় সংগীত চলছিল, ঠিক সেইসময় বিরাটকে চুইংগাম চিবোতে দেখা যায়।
EiSamay.Com VK main
বিরাট কোহলি


তৃতীয় একদিনের ম্যাচ শুরুর ঠিক আগেই দুই দলের ক্রিকেটাররা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ান। এরপরই শুরু হয় দুই দেশের জাতীয় সংগীত।

বিরাট যেহেতু আর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নন, সেকারণে তিনি লাইনের একেবারে শুরুতেই দাঁড়াননি। কিন্তু, জাতীয় সংগীত চলার সময় আচমকাই ক্যামেরাম্যানের নজর বিরাট কোহলির উপরে পড়ে। সেইসময়ই এই ঘটনাটি সকলের নজরে আসে। দেখা যায়, বিরাট জাতীয় সংগীত না গেয়ে চুইংগাম চিবোচ্ছেন।

দেখুন সেই ভিডিয়ো:



ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ বিরাটের এমন আচরণ দেখার পর রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। ব্যাপারটিকে তাঁরা একেবারেই ভালো চোখে নেননি। আর এই ঘটনার পর থেকেই জাতীয় সংগীত অবমাননার জন্য বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলিং শুরু হয়ে যায়।

তবে আজ ব্যাট হাতে কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক একদিনের ক্রিকেটে ৬৪তম হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন। কেপ টাউনের নিউল্যান্ডসে ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার অর্ধ শতরান করার পর তা বিশেষভাবে উদযাপন করেন এবং মেয়ে ভামিকাকে উৎসর্গ করেন। এরপরই স্ট্যান্ডে মেয়েকে কোলে নিয়ে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বসে থাকতে দেখা যায়।

চলতি সিরিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি পূরণ করার জন্য ৬৩ বল খেলেন বিরাট কোহলি। এই মাইলফলক অর্জন করার পর ক্যামেরা খুব স্বাভাবিকভাবেই অনুষ্কা শর্মাকে লেন্সবন্দি করে। দেখা যায়, স্ট্যান্ডে বসে তিনিও খেলা দেখছেন। কোলে রয়েছে মেয়ে ভামিকা। বিশেষভাবে নিজের হাফসেঞ্চুরি উদযাপন করে কোহলি তা মেয়েকে উৎসর্গ করেন।

তবে কোহলি হাফ সেঞ্চুরি করলেও ভারতীয় ক্রিকেট দল কিন্তু এই ম্যাচে জিততে পারেনি। ৪ রানে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে ৩-০ ব্যবধানে হেরে গিয়েছে রাহুল ব্রিগেড। আর সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। এই পরাজয়ের ক্ষত যে ভারতীয় ক্রিকেট দলে অনেকদিন থাকবে, তা আশা করা যেতেই পারে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল