অ্যাপশহর

গব্বরের জন্য 'বিরাট' ঝামেলা কোহলির! নির্বাচনী বৈঠকে তুলকালাম

চলতি বছরের শুরু দিকে ভারত সফরে আসে ইংল্যান্ড। সেখানে একদিনের ম্যাচে শিখর ধাওয়ানকে রাখেননি নির্বাচকরা। কিন্তু বিরাট চেয়েছিলেন শিখরকে রাখা হোক। এই বিষয় নিয়েই বিরাট জড়িয়ে পড়েন বাকবিতন্ডায়।

EiSamay.Com 17 Sep 2021, 2:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মাঠে বিপক্ষের প্লেয়ারদের সঙ্গে বিরাটকে একাধিকবার বাকবিতন্ডায় জড়াতে দেখা গেছে। সম্প্রতি ইংল্যান্ড সিরিজেও দেখা গেছে সেটা। কিন্তু দল নির্বাচন নিয়েও একবার নির্বাচকদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি সামনে এল এই ঘটনাটি।
EiSamay.Com Virat Kohli and Shikhar Dhawan
বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান, নিজস্ব চিত্র


কোনও সিরিজের আগে নির্বাচকরা দল ঘোষণা করে থাকেন। অধিনায়ক ও কোচের সঙ্গে পরামর্শ করেই দল ঘোষণা করে থাকেন নির্বাচকরা। কিন্তু এক্ষেত্রে বিরাট কোহলির মতের বিপক্ষে যাওয়ায় তিনি নির্বাচকদের সঙ্গে কথা কাটাকাটি করেন।

চলতি বছরের শুরু দিকে ভারত সফরে আসে ইংল্যান্ড। সেখানে একদিনের ম্যাচে শিখর ধাওয়ানকে রাখেননি নির্বাচকরা। কিন্তু বিরাট চেয়েছিলেন শিখরকে রাখা হোক। এই বিষয় নিয়েই বিরাট জড়িয়ে পড়েন বাকবিতন্ডায়। সূত্রের খবর, বিরাট দল গঠনের বৈঠকে নির্বাচকদের জানান, শিখর ধাওয়ানকে দলে নেওয়াটা আবশ্যিক।

রিপোর্টে বলা হয়, ধাওয়ান নির্বাচক কমিটির পছন্দ ছিল না। তাই তাঁরা ধাওয়ানের নাম রাখেননি। নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। তাঁদের লক্ষ্য ছিল বিজয় হাজারে ট্রফিতে যারা ভালো খেলেছে তাদের মধ্যে থেকে কাউকে সুযোগ দেওয়া। সেই কারণে দুই প্লেয়ারের নাম রেখেছিলেন নির্বাচকরা। যা নিয়ে সমস্যা হয় বিরাট কোহলির। তাঁর দাবি ছিল রোহিতের সঙ্গে ধাওয়ানকে রাখতে হবে।

নির্বাচকরা প্লেয়ারদের তালিকা তৈরি করে ফেলেছিল। কিন্তু বিরাটের চাপে পরে তা পরিবর্তন করে ধাওয়ানকে দলে সুযোগ দিতে হয়। সূত্রের খবর, পৃথ্বী শা ও দেবদূত পাডিক্কলকে দলে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা।

রিপোর্টে বলা হয়, দল নির্বাচনের বৈঠক একটা সময় উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচকদের প্যানেল দল তৈরি করে ফেলেছিল। ঘোষণার জন্য সময় নিচ্ছিল। কিন্তু সেই সময়ে কোহলির বিরোধিতায় পরিবর্তন করতে হয়।

বিষয়টা এতদিন সামনে না আসলেও সম্প্রতি বিরাট কোহলি টি-২০ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করায় এই ঘটনা সামনে আসে। গতকাল একটি টুইটের মাধ্যমে বিরাট জানান, টি-২০ বিশ্বকাপের পর তিনি টি-২০ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন। একদিনের ক্রিকেট ও টেস্ট ক্রিকেটকে নিজের সেরাটা দিতেই তাঁর এই সিদ্ধান্ত।

বিরাটের জায়গায় কে হবেন অধিনায়ক তা এখনও জানায়নি BCCI। মনে করা হচ্ছে সহ অধিনায়ক রোহিতকে করা হবে অধিনায়ক। অন্যদিকে সহ অধিনায়ক করা হতে পারে ঋষভ পান্থ, যশপ্রীত বুমরাহ বা কেএল রাহুলের মধ্যে কোনও একজনকে। সূত্রের খবর, বোর্ড বিশ্বকাপের পরে এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল