অ্যাপশহর

"একবার তো SBI কর্মীদের সঙ্গেও দেখা করো!" গেইল-মালিয়া সাক্ষাতে কটাক্ষ নেটপাড়ার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের মালিক হলেন বিজয় মালিয়া। প্রথমদিকে যখন IPL পার্টি হত, তখন তিনি যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন। বলা ভালো, বিজয় মালিয়াই এইসমস্ত পার্টিতে মধ্যমণি হয়ে থাকতেন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 22 Jun 2022, 3:17 pm
টি-২০ ক্রিকেটে ক্রিস গেইলের তাণ্ডব দেখতেই আমরা বেশি অভ্যস্ত। তবে আপাতত তিনি ফ্রি আছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে আসার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে তাঁর দাপট ছিল অব্যাহত। সম্প্রতি ভারতের বিজনেস টাইকুন বিজয় মালিয়ার সঙ্গে দেখা করেছেন তিনি। সেই ছবিটাও বিজয় মালিয়া নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
EiSamay.Com Virat Main (31)
বিজয় মালিয়া এবং ক্রিস গেইল, ছবি সৌজন্য - Twitter@TheVijayMallya


তবে ভারত কিন্তু ইতিমধ্যেই বিজয় মালিয়াকে পলাতক বলে ঘোষণা করেছেন। টুইটারে মালিয়া লিখেছেন, "আমার বন্ধু তথা ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইলের সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। যখন থেকে আমি ওঁকে RCB দলে নিয়েছিলাম, তখন থেকেই আমাগদের বন্ধুত্ব একেবারে অটুট হয়ে গিয়েছে। কোনও IPL ফ্র্যাঞ্চাইজির কাছে এটাই সবথেকে সফল অধিগ্রহণ।"

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইল সবার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হাত ধরেছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি এই দলের হয়ে খেলেন। সেই সময় বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়ার্স এবং ক্রিস গেইলের ত্রয়ী জুটি RCB-র হয়ে ব্যাটিং ঝড় তুলতেন।

ক্রিস গেইলের সঙ্গে বিজয় মালিয়া এই ছবি দিতে না দিতেই সোশ্যাল মিডিয়ায় তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে মালিয়াকে নিয়ে ট্রোলও করতে শুরু করেন অনেকে। RCB সমর্থকেরা কমেন্ট বক্সে এসে লিখতে শুরু করেন, কখনও তো সময় করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে এভাবেই দেখা করো। একজন সমর্থক তো আবার ছবিটাকে জুম করে লিখেছেন, "টেবিলের উপরে খানিকটা স্যালাড পড়ে রয়েছে।" এমনই একাধিক মজাদার কমেন্ট এই পোস্টে আসতে শুরু করে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের মালিক হলেন বিজয় মালিয়া। প্রথমদিকে যখন IPL পার্টি হত, তখন তিনি যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন। বলা ভালো, বিজয় মালিয়াই এইসমস্ত পার্টিতে মধ্যমণি হয়ে থাকতেন। তবে যখন বিজয় মালিয়ার উপর চলতে থাকা মামলা ক্রমশ বড় আকার ধারন করতে শুরু করল, সেইসময়ই তাঁকে ভারত ছাড়তে হয়েছিল। এরপর তিনি আর দেশে ফিরে আসেননি।

যদি ক্রিস গেইলের কথা বলতে হয় তাহলে টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি রানের রেকর্ড তাঁর ঝুলিতেই রয়েছে। গেইল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং আন্তর্জাতিক টি-২০ ম্যাচ মিলিয়ে মোট ১৫ হাজার রান করেছেন। টি-২০ ক্রিকেটে তাঁর নামের পাশে ২২টি শতরান উজ্জ্বল হয়ে রয়েছে। ক্রিকেট বিশ্বে একমাত্র ব্যাটার হিসেবে তিনি এই ক্ষুদ্রতম ফরম্যাটে হাজারেরও বেশি ছক্কা হাঁকিয়েছেন।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল