অ্যাপশহর

সানির পর এবার বিরাট পালা! ক্যাপ্টেনের ডিনারে হাজির ‘তাড়িপার’ মালিয়া

সোমবার বিরাট কোহলির চ্যারিটি ডিনারে সকল খেলোয়াড় এলেন খুশির মেজাজে। মাঝখান থেকে তাল কাটল বিজয় মালিয়ার উপস্থিতি!

EiSamay.Com 6 Jun 2017, 4:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে খোসমেজাজে দল। সোমবার বিরাট কোহলির চ্যারিটি ডিনারে সকল খেলোয়াড় এলেন খুশির মেজাজে। মাঝখান থেকে তাল কাটল বিজয় মালিয়ার উপস্থিতি! গ্রেপ্তারি এড়াতে ইংল্যান্ডে আশ্রয় নেওয়া মালিয়া রবিবার এজবাস্টনে গ্যালারিতে বসে খেলাও দেখেন। ডিনারে এমনটা যে হতে পারে তা ঘূণাক্ষরেও কেউ জানতে পারেননি।
EiSamay.Com vijay mallya drops in at virat kohli event indian team avoids him
সানির পর এবার বিরাট পালা! ক্যাপ্টেনের ডিনারে হাজির ‘তাড়িপার’ মালিয়া


সবচেয়ে বেশি অস্বস্তিতে দেখা যায় ক্যাপ্টেন কোহলিকে। এক সময় রয়্যাল চ্যেলেঞ্জার্স বেঙ্গালুরু দলের মালিক ছিলেন মালিয়া। তখন খেলোয়াড়দের সঙ্গে প্রায়শই দেখা যেত তাঁকে। কোহলি সে দলে দীর্ঘ দিন ধরে খেলছেন। এখন অধিনায়কও। তবে বিরাট আমন্ত্রণ জানাননি মালিয়াকে। বাকি খেলোয়াড়রাও মালিয়ার ছায়া পর্যন্ত মারাননি।

বোর্ডের এক কর্তা এ ব্যাপারে বলেন, ‘দেখুন, বিরাট বা তার ফাউন্ডেশন কখনওই বিজয় মালিয়াকে আমন্ত্রণ জানায়নি। এ ক্ষেত্রে যেটা হয়েছে, তা হল কেউ আগে থেকে টেবল বুক করে রেখেছিলেন। তিনিই মালিয়াকে আমন্ত্রণ জানান। যিনি টেবল বুক করেন তিনি গেস্টদের ডাকতেই পারেন। তবে এমনটা যে হবে তা কেউ ভাবেনি।’

তিনি আরও বলেন, ‘গোটা দলই এতে অস্বস্তিতে পড়ে। প্রত্যকেই সম্মানের সঙ্গে মালিয়ার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। মালিয়া ডিনারে থাকার জন্যই গোটা দল সময়ের বহু আগে ডিনার থেকে হোটেলের পথ ধরেছে। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে মালিয়াকে ডিনার ছেড়ে কেউ চলে যেতেও বলতে পারছিলেন না।’

ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল