অ্যাপশহর

বাংলার হার, প্রত্যাবর্তনে অনুজ্জ্বল সামি

গুজরাটের কাছে হার ৭ উইকেটে৷ হারলেও গ্রুপ শীর্ষে থাকা আটকায়নি৷ ১৪ মার্চ কেদার যাদবের মহারাষ্ট্রের বিরুদ্ধে শেষ আটের লড়াই৷ জিতে শেষ আটে গুজরাটও৷

EiSamay.Com 7 Mar 2017, 10:33 am

এই সময়: হাফ ডজন জয় হল না বাংলার৷ বিজয় হাজারে ট্রফিতে গ্রুপের শেষ ম্যাচে থামতে হল মনোজ তিওয়ারি অ্যান্ড কোম্পানিকে৷ গুজরাটের কাছে হার ৭ উইকেটে৷ হারলেও গ্রুপ শীর্ষে থাকা আটকায়নি৷ ১৪ মার্চ কেদার যাদবের মহারাষ্ট্রের বিরুদ্ধে শেষ আটের লড়াই৷ জিতে শেষ আটে গুজরাটও৷

EiSamay.Com vijay hazare trophy jharkhand bengal gujarat enter quarters md shami fails to impress
বাংলার হার, প্রত্যাবর্তনে অনুজ্জ্বল সামি


চেন্নাইয়ের এমএ চিদাম্বরম বা চিপকে সোমবার দিনটা তেমন ভালো কাটল না বাংলার মহম্মদ সামির প্রত্যাবর্তনও একেবারে অনুজ্জ্বল৷ সামির বোলিং পারফরম্যান্স ৭-০-৩৬-০৷ সম্ভবত বাংলার হয়ে নক আউট খেলবেন সামি৷

বাংলার পুরো বোলিং ব্রিগেডই এ দিন হতাশ করেছে৷ অশোক দিন্দা (০-৪১), প্রজ্ঞান ওঝাদের (১-২৪) নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন পার্থিব প্যাটেল৷ গুজরাট ক্যাপ্টেন ৮২ বলে ৮৮ রানের ইনিংস সাজিয়েছেন ১৩ বাউন্ডারিতে৷ মাত্র ২৮ ওভারে ১৭২-৩ স্কোরে পৌঁছে যায় গুজরাট৷

বোলাররা নন, ব্যাটিং ব্যর্থতায় বাংলার হারের প্রধান কারণ৷ ১৬৮ রানে অল আউট৷ অভিমনু্য ঈশ্বরন (৩৭), আমির গনি (৩৭), অশোক দিন্দা (৩৩) রান পেলেও মনোজ (৬), সুদীপ চট্টোপাধ্যায় (০) ব্যর্থ৷ সামির ব্যাট থেকে এল ১৯৷ বাংলার সিনিয়র টিমের হয়ে এ দিন অভিষেক হল সৌরভ সিং (১৭) ও অভিষেক রমণের (৫)৷ আসলে জসপ্রীত্ বুমরার (৩-২৭) বোলিংয়ের কোনও ছিল না বাংলার কাছে৷

সংক্ষিপ্ত স্কোর: বাংলা: ১৬৮ (অভিমনু্য ৩৭, গনি ৩৭, বুমরা ৩-২৭) ; গুজরাট: ১৭২-৩ (পার্থিব ৮৮, ওঝা ১-২৪, গনি ১-৪১)

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল