অ্যাপশহর

'লর্ডসে জয় সবসময় স্পেশাল', ম্যাচ জিতে টুইট শাস্ত্রীর

প্রথম টেস্ট ড্রয়ের পর লর্ডস টেস্ট ছিল ভারতের কাছে প্রত্যাবর্তনের মঞ্চ। ইংল্যান্ডের মাটিতে রেকর্ড খুব একটা ভালো না ভারতের। ফলে এবার ইংল্যান্ড জবাব দেওয়ার একটা আলাদা তাগিদ ছিল।

EiSamay.Com 17 Aug 2021, 5:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লর্ডসে টানটান উত্তেজনার ম্যাচ জিতেছে ভারত। ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে ১৫১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বিরাট ব্রিগেড। এই জয় সবসময়ই স্পেশাল বলে মনে করেন কোচ রবি শাস্ত্রী।
EiSamay.Com Ravi Shastri
লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে ভারতের জয় উপভোগ করছেন রবি শাস্ত্রী, ছবি সৌজন্য - টুইটার


টুইটারে শাস্ত্রী লেখেন, 'লর্ডসে কোচ ও প্লেয়ার হিসেবে জেতা সবসময়ই স্পেশাল হয়। যারা এটাকে সম্ভব করেছে তাঁদের অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তটা উপভোগ করো।' রোহিত শর্মা টুইট করেন, 'প্রত্যেকে এই জয়টা চাইছিলেন। আপনি সেটা দেখতে পাচ্ছেন। আপনি অনুভব করুন।'
ভারত বনাম ইংল্যান্ড: লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতের
প্রথম টেস্ট ড্রয়ের পর লর্ডস টেস্ট ছিল ভারতের কাছে প্রত্যাবর্তনের মঞ্চ। ইংল্যান্ডের মাটিতে রেকর্ড খুব একটা ভালো না ভারতের। ফলে এবার ইংল্যান্ড জবাব দেওয়ার একটা আলাদা তাগিদ ছিল। পাশাপাশি গতবছর অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে ভারতের মনোবল এখন তুঙ্গে। দ্বিতীয় টেস্টে তারই প্রমাণ মিলল।
লর্ডসে দুরন্ত শতরান রাহুলের, ভাঙলেন রবি শাস্ত্রীর ৩১ বছরের পুরনো রেকর্ড!
তবে এই ম্যাচে আশানুরূপ ফল করতে পারেনি ভারতের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ওপেনিং জুটি সফল হলেও ব্যর্থ হয় মিডল অর্ডার। দ্বিতীয় ইনিংসে ওপেনিং ও মিডল অর্ডার ব্যর্থ হয়। এরপর দলের হাল ধরেন বুমরাহ ও শামি। দুজনের অনবদ্য পার্টনারশিপের উপর ভর করে ভারত ২৭১ রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ডের সামনে।
ইংরেজদের হুমকি রাহুলের! 'এমনটা আবার করলে আমরা ১১ জনেই ঝাঁপিয়ে পড়ব...'
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে রুট বাদে কেউ মাথা তুলে দাঁড়াতে পারেনি। দুই ওপেনার শূন্য রানে আউট হন। ফলে মাত্র ১৫১ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। যদিও ক্যাচ মিস করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তা না হলে আরও আগেই ইংল্যান্ডের ইনিংস শেষ হত। বিশেষজ্ঞদের মতে এই ম্যাচটা বোলারদের জন্যই জিতেছে ভারত। মাইকেল ভন টুইট করে বলেন, 'ব্যাটিং বাজে, কিন্তু বোলিং ভালো।' বিরাট, রাহানে, পূজারার ব্যাটিং নিয়ে কমেন্ট্রিতেই তোপ দাগেন সুনীল গাভাসকার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল