অ্যাপশহর

IPL auction 2019: ₹৮.৪০ কোটিতে চমক বরুণ-উনাদকট! দল পেলেন না যুবরাজ সিং

• শুধু বরুণ নন, ₹৮.৪০ কোটিতে বিক্রি হয়েছেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকট। • বাংলার ক্রিকেটারদের মধ্যে ₹৪.৮০ কোটিতে মহম্মদ সামিকে নিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। • ঋদ্ধিমানকে ₹১.২০ কোটিতে কিনেছে SRH • কোনও দল পাননি মনোজ তিওয়ারি ও বাংলার পেসার ঈশান পোড়েল।

EiSamay.Com 18 Dec 2018, 7:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ₹২০ লাখের বেস প্রাইজ ছিল। নিলামে বিক্রি হলেন ₹৮.৪০ কোটিতে। কথা হচ্ছে তামিলনাড়ুর স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে। মঙ্গলবারের IPL নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঘরোয়া ক্রিকেটে 'মিস্ট্রি স্পিনার' নামে পরিচিত বরুণ। সব দল চেষ্টা করলেও, বরুণকে দলে নিতে সফল হয়েছেন কিংল ইলেভন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা।
EiSamay.Com IPL 2019
IPL নিলামের তিন চমক!


তবে শুধু বরুণ নন, ₹৮.৪০ কোটিতে বিক্রি হয়েছেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকট। গত মরশুমে কার্যত ব্যর্থ হলেও উনাদকটকে কিনেছে রাজস্থান রয়্যালস। বরুণ ও উনাদকট যদি IPL 12-র নিলামের অন্যতম সেরা চমক হন, তবে চমক দিয়েছে যুবরাজ সিংয়ের নিলামও।

প্রাক্তন বিশ্বকাপারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনও দলই। ফলে অবিক্রিত থেকে গেছেন যুবরাজ সিং। তাঁর বেস প্রাইজ ছিল ₹১ কোটি। একইভাবে কোনও দল পাননি হাসিম আমলা, চেতেশ্বর পূজারা, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, শন মার্স, ডেল স্টেইন, উসমান খাওয়াজার মতো তারকা ক্রিকেটাররাও।

KKR-এর তালিকায় থাকলেও ₹৬.৬০ কোটিতে দিল্লিতে যাচ্ছেন কলিন ইনগ্রাম। ₹২ কোটিতে লাসিথ মালিঙ্গাকে ফের কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আবার শিবম দুবেকে ২০ লাখের বেস প্রাইজ থেকে ₹৫ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

বাংলার ক্রিকেটারদের মধ্যে ₹৪.৮০ কোটিতে মহম্মদ সামিকে নিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। গত মরশুমে ₹৫ কোটিতে কেনার পর এবার নিলামের আগে ঋদ্ধিমানকে ছেড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। উইকেটকিপার ব্যাটসম্যানকে ফের ₹১.২০ কোটিতে কিনেছে SRH। কোনও দল পাননি মনোজ তিওয়ারি ও বাংলার পেসার ঈশান পোড়েল।

আরও পড়ুন: ₹৫ কোটিতে KKR-এ কার্লোস ব্রেথওয়েট, জানুন সম্পূর্ণ তালিকা

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল