অ্যাপশহর

ক্রুনাল পান্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট হ্যাক! চাওয়া হল বিটকয়েন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম জনপ্রিয় মুখ হলেন ক্রুনাল পান্ডিয়া। এতদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়েই খেলেছেন তিনি। তবে এবার মুম্বই ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিটেন করেনি।

Lipi 27 Jan 2022, 3:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না। এবার সাইবার হানার কবলে পড়লেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে। তাঁর অ্যাকাউন্ট থেকে টুইট করে বিটকয়েন চাওয়া হয় হ্যাকারদের পক্ষ থেকে। জানার পর দ্রুত ক্রুনাল পান্ডিয়ার পক্ষ থেকে অ্যাকাউন্টটি উদ্ধার করা হয়।
EiSamay.Com Krunal Main
ক্রুনাল পান্ডিয়া, ছবি সৌজন্য - Twitter/Krunal Pandya


হ্যাকাররা ক্রুনালের টুইটার অ্যাকাউন্ট থেকে একাধিক টুইট করে। ড্রেক ডা গোট নামের টুইটার অ্যাকাউন্টের একটি টুইট রিটুইট করা ক্রুনালের অ্যাকাউন্ট থেকে। যেখানে লেখা ছিল, মনে হয় পান্ডিয়া NBA ইয়ং বয়-এর ভক্ত। অপর একটি টুইটে লেখা হয়, এই অ্যাকাউন্টটি বিটকয়েনের বদলে বিক্রি করা হচ্ছে। অপর একটি টুইটে বিটকয়েনের ওয়ালেট অ্যাডড্রেস পাঠানো হয়। লেখা হয় এখানে বিটকয়েন পাঠান। ২ ঘণ্টায় মোট ৯টা টুইট করা হয় অ্যাকাউন্ট থেকে। তবে টুইটের ধরন দেখে নেটিজেনরা প্রথমেই বুঝে যান অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।

কোনও হ্যাকারগোষ্ঠী এখনও পর্যন্ত হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করেনি। মনে করা হচ্ছে ড্রেক ডা গোট নামে অ্যাকাউন্ট থেকেই হ্যাক করা হয়েছে। হ্যাক করে কাউকে ব্যক্তিগত মেসেজ করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি। বর্তমানে অহরহ হ্যাকিংয়ের ঘটনা ঘটছে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়। কেন্দ্রের একাধিক মন্ত্রকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা সামনে এসেছে। এছাড়া বিভিন্ন সংস্থার ওয়েবসাইটও হ্যাক করা হয়।

গত বছরের ডিসেম্বরে ক্রুনাল পান্ডিয়া বিজয় হাজারে ট্রফি খেলেছেন। টুর্নামেন্টে তিনি ১১৮ রান করেছেন। নিয়েছেন ৭ উইকেট। জাতীয় দলের হয়ে ক্রুনাল ৫টা ওডিআই ও ১৯টা টি-২০ খেলেছেন। ওডিআইতে তিনি ১৩০ রান করেছেন ও টি-২০ তে করেছেন ১২৪ রান। ওডিআইতে তিনি ২ উইকেট ও টি-২০ তে ১৫ উইকেট নিয়েছেন। IPL-এ ৮৪টা ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। ক্যারিয়ারের শুরু থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। তবে সম্প্রতি তাঁকে ছেড়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে উঠবেন তিনি। IPL-এ ক্রুনাল ১১৪৩ রান করেছেন এখনও পর্যন্ত। স্ট্রাইক রেট ১৪০-এর আশপাশে। উইকেট নিয়েছেন ৫১টা।

জাতীয় দলের হলে অভিষেক হলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। তাই বর্তমানে তিনি ডাক পান না। শেষবার তিনি গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলেছিলেন। সেখানে গিয়ে করোনা আক্রান্ত হন। এরপর থেকে আর ডাক পাননি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল