অ্যাপশহর

টি-২০ বিশ্বকাপের দলে হতে পারে আমূল পরিবর্তন! কারণটা জানেন তো?

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ICC-র নিয়ম অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণা করে দিয়েছিল ভারত।

EiSamay.Com 29 Sep 2021, 4:11 pm
EiSamay.Com E7hn2V5UUAQF0CS
শ্রীলঙ্কা সফরে তেমন পারফর্ম করতে পারেননি ইশান কিষাণ, ছবি সৌজন্য - টুইটার
এই সময় ডিজিটাল ডেস্ক: IPL শেষ হলেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই সব দেশ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে। কিন্তু দল ঘোষণা হওয়ার পরে নতুন চিন্তায় BCCI। সূত্রের খবর, চিন্তা দূর করতে বিশ্বকাপের ১৫ জনের দলে বেশকিছু পরিবর্তন করতে পারে বোর্ড।

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ICC-র নিয়ম অনুযায়ী, ১০ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণা করে দিয়েছিল ভারত। তারপর শুরু হয়েছে IPL। যেখানে দেখা গেছে, বিশ্বকাপে ১৫ জনের দলে থাকা অনেকেই ফর্মে নেই। যার পর বেশ চিন্তায় বোর্ড।
ICC T20 World Cup: ক্রমশ চাপ বাড়ছে বিরাটের, নজর কাড়ছেন স্ট্যান্ডবাই ক্রিকেটাররা
ICC-র নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগে আরও একবার দলে পরিবর্তন করতে পারবে দেশগুলি। সেই কথা মাথায় রেখে ১৫ জনের দলে পরিবর্তন আনা হতে পারে। এব্যাপারে BCCI-এর পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর বেশ কয়েকজন ব্যাটসম্যানকে সরাতে পারে নির্বাচকরা।

দেখে নেওয়া যাক কারা রয়েছেন সেই তালিকায় :

হার্দিক পান্ডিয়া --

অলরাউন্ডার হার্দিক তাঁর ফর্মের ধারে কাছেও নেই। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে তিনি নামেননি। যারপরই জল্পনা ছড়ায় তাঁর ফিটনেস নিয়ে। এরপর তৃতীয় ম্যাচে নামলেও তাঁর হতাশাজনক পারফরম্যান্সে বিরক্ত বোর্ড। তবে এখন নয়। এর আগেও খারাপ ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তাঁর দুর্বল ফিটনেস সত্ত্বেও, ভারতীয় নির্বাচকরা তাকে টি-২০ বিশ্বকাপ দলের জন্য বেছে নিয়েছিলেন, কারণ তিনি একার হাতে ম্যাচ রং বদলে দিতে পারেন।
টি-২০ বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভারতের, বাদ পড়তে পারেন এই ক্রিকেটার
তাঁর জায়গায় শার্দুল ঠাকুরকে নেওয়া হতে পারে। বর্তমানে ফর্মে আছেন এই বোলার। সদ্য সমাপ্ত ইংল্যান্ড টেস্টে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ফলে তিনি টিম ইন্ডিয়ার জন্য একজন শক্তিশালী অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে সুযোগ পেতে পারেন। তাঁকে প্রথমে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হলেও পরে তাঁকে ১৫ জনের দলে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভুবনেশ্বর কুমার --

এখনও পর্যন্ত IPL-এ কোনও ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমারের বলে সমস্যার সম্মুখীন হননি। তাঁর খারাপ ফর্মের প্রভাব দেখা গেছে দলের ফলে। ভুবনেশ্বর কুমার মোটেও ফর্মে নেই। ফলে তাঁকে নিয়েও ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন নির্বাচকরা। এমন পরিস্থিতিতে নির্বাচকরা মহম্মদ সিরাজ ও টি নটরাজনের মতো ফাস্ট বোলারদের সুযোগ দিতে পারেন।

ইশান কিষান --

IPL-এর প্রথম পর্বে ইশানে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। কিন্তু দ্বিতীয় পর্বের শুরু থেকেই তাঁর ফর্ম পড়তে শুরু করেছে। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তাঁর খারাপ ফলের জন্য তিনি কাঁদতে থাকেন। সান্ত্বনা দিতে দেখা যায় বিরাটকে। তাঁর এই অফ ফর্ম নিয়ে চিন্তায় রয়েছেন নির্বাচকরা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে তাঁকে নেওয়া হয়েছিল। তাঁর বদলে শিখর ধাওয়ান ও সঞ্জু স্যামসনের কথা ভাবছেন নির্বাচকরা।
ম্যাচ হেরে কেঁদে ফেললেন ইশান, সান্ত্বনা বিরাট 'ভাইয়া'র, ভাইরাল ভিডিয়ো
ধাওয়ানকে নিলে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে দল। অন্যদিকে সঞ্জুকে নিলে অতিরিক্ত উইকেটরক্ষক পাওয়া যাবে। সূত্রের খবর, শ্রেয়স আইয়ারকেও ভাবছেন নির্বাচকরা। চোট সারিয়ে দাপটের সঙ্গে দিল্লির হয়ে খেলছেন শ্রেয়স, যা নজর এড়ায়নি নির্বাচকদের।

তবে চূড়ান্ত দল কী হবে, তা নির্ভর করবে IPL-এ বাকি ম্যাচগুলির উপর।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল