অ্যাপশহর

টেস্ট জার্সিতে এই প্রথমবার নামের সঙ্গে সংখ্যাও!

​​আগামী অগস্টে অনুষ্ঠিত অ্যাসেজ সিরিজেই প্রথম এই প্রস্তাবিত পরিবর্তন দেখা যাবে। পরে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্রিকেটাররা সংখ্যা উল্লিখিত জার্সি পরে খেলবেন।

EiSamay.Com 20 Mar 2019, 3:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাস এই প্রথমবার জার্সিতে খেলোয়াড়ের নামের পাশাপাশি নির্দিষ্ট সংখ্যারও উল্লেখ থাকবে।
EiSamay.Com Test


আগামী অগস্টে অনুষ্ঠিত অ্যাসেজ সিরিজেই প্রথম এই প্রস্তাবিত পরিবর্তন দেখা যাবে। পরে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও ক্রিকেটাররা সংখ্যা উল্লিখিত জার্সি পরে খেলবেন।

দুর্নীতির দায়ে সরলেন জাপান অলিম্পিক কমিটির প্রধান

১৮৭৭ সাল থেকে টেস্ট ম্যাচ শুরু হওয়া অবধি এ পর্যন্ত সাধারণ সাদা পোশাক পরেই ক্রিকেটাররা খেলতে নেমেছেন।

দুর্নীতির দায়ে সরলেন জাপান অলিম্পিক কমিটির প্রধান

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল