অ্যাপশহর

অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই হোয়াইটওয়াশ! তবুও রাহুলের প্রশংসা দ্রাবিড়ের মুখে

রামধনুর দেশে লজ্জার হার ভারতের। তিন ম্যাচের একদিনের সিরিজে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এরপর সবথেকে বেশি সমালোচিত হয়েছে কে এল রাহুলের অধিনায়কত্ব।

Lipi 24 Jan 2022, 1:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে পরীক্ষায় এখনও সাফল্য পাননি কেএল রাহুল। প্রথমে তো জোহানেসবার্গ টেস্ট ম্যাচে হার। আর এখন একদিনের সিরিজে হোয়াটইওয়াশ। ভালো শুরু করেও তা ধরে রাখতে না পারার সমস্যাটা রয়ে গেছে দলের সঙ্গে। দল হিসেবে পারফর্ম করতে পারেনি কোনও ম্যাচে, যার ফল ২০২২-এর লজ্জাজনক শুরু।
EiSamay.Com Rahul Main
রাহুল দ্রাবিড়ের সঙ্গে অনুশীলন কেএল রাহুল, ছবি সৌজন্য -Twitter/K L Rahul


এই হারের পর রাহুলের অধিনায়কত্ব নিন্দার মুখে পড়েছে। মাঠে সঠিক সিদ্ধান্ত না নেওয়ায় তিনি নিন্দিত হয়েছেন। বিশেষ করে তাঁর রক্ষণাত্মক মনোভাব নিয়ে চর্চা বেশি। বিরাটের সময়ে ভারত যেই আক্রমণাত্মক মেজাজে থাকত এখন ঠিক তার উলটো। তাই বিরাট কিছুটা আগ্রাসন দেখালেও তা যথেষ্ট নয়। যদিও রাহুলের এই ভুলগুলোকে ধরতে রাজি নন কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে, সময় বদলে দেবে রাহুলকে। ব্যাট হাতেও খুব একটা ভালো ফল করতে পারেননি রাহুল। প্রাক্তনীদের মতে অধিনায়কত্বের পাশাপাশি ওপেন করার চাপ ও রাখতে পারেনি তাই ব্যাটিংয়ে তার প্রভাব পড়েছে।

ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ‘ও খুব ভালো কাজ করেছে। ফলের বিপক্ষে থাকাটা খুব সহজ নয়। ও সবে শুরু করল আর শুরুতেই ভালো কাজ করেছে। ও ভালো অধিনায়ক হতে কাজ করবে।’ দ্রাবিড়ের মতে, এই সিরিজটা ভারতের চোখ খুলে দিয়েছে। প্লেয়াররা নিজেদের দক্ষতা ঠিকমত মেলে ধরতে পারেনি মাঠে। একদিনের ম্যাচ কম খেলাকেই দায়ী করেন দ্রাবিড়। গত বছর মার্চ মাসে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছে ভারত। তারপর প্রোটিয়াদের বিরুদ্ধে বিপক্ষের কঠিন পিচে ম্যাচ। তবে ২০২৩ বিশ্বকাপের আগে আরও অনেক ম্যাচ খেলে ভুলগুলো শুধরে নেবে বলে আশাবাদী কোচ।

দলে অলরাউন্ডারের অভাব রয়েছে বলে মেনে নিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘৬, ৭ ও ৮ নম্বরে যারা ব্যাট করে তাদের না পাওয়াটা একটা বড় ধাক্কা। তারা যখন ফিরে আসবে তখন আরও শক্তিশালী হব আমরা। দল অন্য রূপ পাবে।’ ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। ODI ও টি-২০ সিরিজ খেলবে। সেখানে সম্ভবত ফিরতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ফলে তার আগের ভুলত্রুটিগুলো মেরামত করতে হবে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হওয়ায় দল অতিরিক্ত সুবিধা পাবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল