অ্যাপশহর

'তৈরি থেকো, নেওয়া হবে কঠিন সিদ্ধান্ত', সতর্কবার্তা দ্রাবিড়ের

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট চাপ তৈরি হয়েছে অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার উপরে। এই পরিপ্রেক্ষিতে দ্রাবিড়ের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

EiSamay.Com 7 Dec 2021, 10:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামীদিনে কেমন হবে টিম ইন্ডিয়া? দলের হেডস্যার রাহুল দ্রাবিড় একেবারে নিজের মতো করে ঢেলে এই দলটাকে সাজাতে চাইছেন। দলের শক্তি আরও বাড়াতে হলে নেওয়া হতে পারে কঠিন সিদ্ধান্ত। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর তেমনই সংকেত দিলেন কোচ দ্রাবিড়। তিনি টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। সেইসঙ্গে তিনি ক্রিকেটারদের সঙ্গে খুল্লামখুল্লা আলোচনার জন্য দরজা খুলে রাখলেন।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজেই বিশ্রাম দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মাকে। প্রথম ম্যাচে খেলেননি বিরাট কোহলিও। রবি শাস্ত্রীর পর ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করে কোচ হিসেবে প্রথম টেস্ট সিরিজে জয়লাভ করলেন রাহুল দ্রাবিড়। এই সিরিজে ময়াঙ্ক আগরওয়াল এবং শ্রেয়স আইয়ার একটি করে শতরান করেছেন।

'প্রত্যেকেই একে অপরকে চ্যালেঞ্জ করছেন'

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট চাপ তৈরি হয়েছে অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার উপরে। এই পরিপ্রেক্ষিতে দ্রাবিড়ের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৩৭২ রানে জয়লাভ করার পর দ্রাবিড় বললেন, 'দলের তরুণ ক্রিকেটাররা যথেষ্ট ভালো পারফরম্যান্স করছে। আর দলের নির্বাচন নিয়ে সেটাই মাথাব্যথার কারণ হয়ে উঠছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইছে। সেক্ষেত্রে দলের জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা যথেষ্ট বেড়ে যাচ্ছে।'

তিনি আরও যোগ করেন, 'আমার বিশ্বাস আমাদের এই মাথাব্যথা আগামীদিনে আরও বাড়তে চলেছে। সেক্ষেত্রে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশন যত ভালো হবে, আর প্রত্যেকটা ঘটনার পিছনেই স্পষ্ট কারণ থাকবে, ততদিন কোনও সমস্যা হবে না।'

বাঁ-হাতি স্পিনার অক্সর প্যাটেল বল এবং ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি দ্বিতীয় টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন আ্ক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ন্ত যাদবও আবার পাঁচ উইকেট শিকার করেছেন। এরমধ্যে দ্বিতীয় ইনিংসে রয়েছে চার উইকেট।

কেন নিউ জিল্যান্ডকে ফলো অন করাল না ভারত?

মুম্বই টেস্টের প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায়। তারপরও কিউয়িদের ফলো অনে বাধ্য করাল না ভারতীয় ক্রিকেট দল। এই প্রসঙ্গেও মুখ খুলেছেন রাহুল দ্রাবিড়। তিনি বললেন, 'আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল। আর সেকারণে ফলো অন করানো নিয়ে আমরা আর বেশি মাথা ঘামাইনি। এই দলে বেশ কয়েকজন তরুণ ব্যাটসম্যান রয়েছেন। এই পরিস্থিতিতে ওদের ব্যাট করতে দেওয়া উচিত।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল