অ্যাপশহর

রান নেই ব্যাটে, BCCI-এর কাছে বিশ্রাম চাইলেন Rohit Sharma

চলতি IPL মরশুমে একেবারে জঘন্য পারফরম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। শনিবারই তারা গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছে। যদিও শেষ ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করেছে। মুম্বই নিজে প্লে অফে যেতে না পারলেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য তারা শেষ চারের দরজা খুলে দিয়েছে। তবে গোটা টুর্নামেন্টে রোহিত শর্মার ফর্ম একেবারে পাতে দেওয়ার যোগ্য ছিল না।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 22 May 2022, 1:45 pm
চলতি IPL মোটেই ভালো যায়নি রোহিত শর্মার (Rohit Sharma)। লিগ তালিকায় একদম শেষে শেষ করেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত নিজেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। দলগত ব্যর্থতার খেসারত দিয়েছে দল। ৫ বারের IPL চ্যাম্পিয়ন এবার সবথেকে ব্যর্থ। এই পরিস্থিতিতে বোর্ডের কাছে বিশ্রাম চাইলেন রোহিত শর্মা। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চেয়েছেন তিনি।

শীঘ্রই দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা। চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটি এই মর্মে বৈঠকও করেছেন। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকজন সিনিয়র প্লেয়ারকে খেলাতে পারেন নির্বাচকরা। কারণ, দক্ষিণ আফ্রিকা তাদের শক্তিশালী দল পাঠাচ্ছে। তবে অফ ফর্মে থাকা রোহিত চাইছেন না সিরিজ খেলতে। বিশ্রাম চাইছেন তিনি।
টি-২০ দলের কোচ হতে পারেন VVS Laxman, দুই দল নীতিতে অভিযান শুরু করছে Team India
নাম না প্রকাশের শর্তে এক বোর্ড কর্তা বলেন, “হ্যাঁ, রোহিত বিরতি চেয়েছেন এবং আমরা তা নিয়ে আলাপ আলোচনা করছি। ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সব ম্যাচ খেলেছেন এবং দল হেরেছে ফলে এটা একটা ধাক্কা। আমরা সেটা বুঝি। আমরা ওকে ইংল্যান্ড সফরে পুরো তরতাজা অবস্থায় চাই।” চলতি IPL-এ রোহিত শর্মা ১৪ ম্যাচে ২৬৮ রান করতে পেরেছেন। গড় ১৯.১৪। ২০০৮ সালের পর এটাই হল রোহিতের প্রথম IPL মরশুম যেখানে তিনি একটাও অর্ধশতরান করতে পারেননি। বিশ্বকাপের বছরে দলের তিন ফর্ম্যাটের অধিনায়কের এই ফর্ম মোটেই স্বস্তিদায়ক নয় বোর্ডের কাছে।
Rohit Sharma ও Virat Kohli-র জঘন্য ফর্মের ধারা অব্যাহত, ২ তারকার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন Sourav Ganguly
একনজরে পঞ্চদশ IPL-এ রোহিত শর্মার পারফরম্যান্স:
  • ১৪টা ম্যাচের মধ্যে রোহিত ৫ বার এক অঙ্কের রানে আউট হয়েছেন

তবে রোহিতের অফ ফর্ম নিয়ে চিন্তিত নয় বোর্ড। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথাতেই বা পরিষ্কার হয়েছে। তবে তরতাজা অবস্থায় রোহিতকে পেতে তাঁকে কয়েকদিন বিশ্রাম দেওয়ার পক্ষে বোর্ড কর্তারা। তবে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম তিনটে ম্যাচে সিনিয়র প্লেয়ারদের চাইছেন নির্বাচকরা।
"আর ৩ বছর খেলব", মাঠ ছাড়ার আগের লক্ষ্য কী? জানালেন ধাওয়ান
এক্ষেত্রে রোহিত শর্মার অনুপস্থিতিতে কে দলকে নেতৃত্ব দেবেন, সেটাই আপাতত আলোচনার বিষয়। এক্ষেত্রে সবার আগে নাম আসছে শিখর ধাওয়ানের। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের সঙ্গে থাকবেন না কোচ রাহুল দ্রাবিড়। তাঁর বদলে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে সুযোগ পেতে পারেন একাধিক নতুন মুখ। IPL-এর পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাদের সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকরা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল