অ্যাপশহর

ঈশানের বিশ্বকাপে সুযোগ পাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সে আনন্দের বাতাবরণ

গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ তে অভিষেক ঝাড়খন্ডের ঈশান কিষাণের। অভিষেক ম্যাচেই অর্ধশতরান করে তাক লাগিয়ে দেন তিনি।

Lipi 11 Sep 2021, 8:46 am
এই সময় ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ। ভারতের তৃতীয় ওপেনার হিসেবে তিনি দলে জায়গা পেলেন। পাশাপাশি তাঁর অতিরিক্ত সুবিধা তিনি উইকেট কিপার ব্যাটসম্যান। জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার খবর আসার পর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে খুশির হাওয়া। বর্তমানে তিনি IPL খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে মুম্বইয়ের শিবিরে রয়েছেন।
EiSamay.Com t20 world cup mumbai indians teammates congratulate ishan kishan after he makes it to the world cup squad
ঈশানের বিশ্বকাপে সুযোগ পাওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সে আনন্দের বাতাবরণ


গতকাল দল ঘোষণার পর মুম্বই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে দেখা যায় ঈশান কিষাণকে একে একে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। আবেগপ্রবণ হয়ে পড়েছেন ঈশান। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘এই ভিডিয়োতে সবকিছু আছে।’

গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ তে অভিষেক ঝাড়খন্ডের ঈশান কিষাণের। অভিষেক ম্যাচেই অর্ধশতরান করে তাক লাগিয়ে দেন তিনি। তিনটে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ঈশান করেন মোট ৮০ রান। পাশাপাশি IPL-এ তাঁর লড়াকু মানসিকতা নির্বাচকদের মন কেড়েছে। সেই থেকেই তাঁর এই স্বল্প আন্তর্জাতিক ক্যারিয়ার দেখে তাঁকে বিশ্বকাপ দলে সুযোগ দিল ভারত। IPL-এ তাঁর অভিষেক হয় ২০১৬ সালে। এখনও পর্যন্ত তিনি খেলেছেন ৫৬টি ম্যাচ। করেছেন ১২৮৪ রান। স্ট্রাইক রেট ১৩২। চলতি বছর তিনি একদিনের ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক করেন। এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু, অভিজ্ঞ শিখর ধাওয়ানের বদলে অনভিজ্ঞ ঈশান কিষাণকে দলে সুযোগ দেওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা না করলেও পারতেন নির্বাচকরা। কিন্তু BCCI সূত্রে খবর, ধাওয়ানের দলে সুযোগ না পাওয়ার অন্যতম কারণ তাঁর ব্যাটিং। ‘নির্বাচক ও ম্যানেজমেন্ট শিখর ধাওয়ানের রক্ষণাত্মক ব্যাটিং মানসিকতার জন্য তাঁকে দলে সুযোগ দেয়নি। অন্যদিকে ঈশান কিষাণকে নেওয়া হয়েছে তৃতীয় ওপেনার হিসেবে। তাঁর ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য তিনি সুযোগ পেয়েছেন দলে। ম্যানেজমেন্টের ধারনা রক্ষণাত্মক ব্যাটিং নিয়ে টি-২০ বিশ্বকাপ জেতা যাবে না।’

বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বকাপের আগে IPL ঈশান কিষানের প্রস্তুতির জন্য আদর্শ। পাশাপাশি এবারের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া একাধিক প্লেয়ার রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁদের সঙ্গে একসঙ্গে খেলার ফলে বিশ্বকাপে সুবিধা হবে ঈশানের।

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে IPL-এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বাকি দলগুলো সবাই পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। অনুশীলন চলছে পুরোদমে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল