অ্যাপশহর

সুপ্রিম কোর্টের রায়ে অক্সিজেন শ্রীনিদের

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলছেন, ‘আমরা কিছু বিষয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চেয়েছিলাম। এখন সেই ব্যাখ্যা আসায় আমরা আমাদের নিয়মেই নির্বাচন করব। আগামী দু’দিনের মধ্যেই আমরা সভা ডাকছি।’

EiSamay.Com 21 Sep 2019, 11:05 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনের আগে স্বস্তির নিঃশ্বাস বোর্ড কর্তাদের। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের নির্বাচন করতে পারবে, যদিও সিওএ (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স)-এর দাবি, লোধা কমিশনের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের রায় মেনে তারা তাদের সংবিধান সংশোধন করেনি।
EiSamay.Com supreme court verdict gives temporary relief to srinivasan
অক্সিজেন শ্রীনিদের


বিচারপতি এসকে বোবডে-র নেতৃত্বাধীন বেঞ্চ মৌখিক ভাবে বলে, ‘ওরা চাইলে নির্বাচন করতে পারে, আসল কথা হল সংস্থায় নির্বাচন হচ্ছে। এ বার নির্বাচনের ফল বিবেচনা করব আমরা বা সিভিল আদালতে তা পাঠাতে পারি বিচারের জন্য।’ অর্থাৎ নির্বাচনে ফল যা-ই হোক, আদালতের নির্দেশ ছাড়া তা প্রকাশ করা যাবে না। আদালতে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার হয়ে সওয়াল করেন নামী আইনজীবী কপিল সিবাল।

এর ফলে শ্রীনিবাসনের তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ সিএবি-তে স্বস্তির হাওয়া। একই সঙ্গে এ দিন সুপ্রিম কোর্টের রায়ে, বেশ কিছু কর্মকর্তার নির্বাচনে লড়তে কোনও বাধা রইল না। এর আগে সিওএ জানিয়েছিল, ‘কুলিং অফ পিরিয়ড’ গণনার ক্ষেত্রে ওয়ার্কিং কমিটিতে থাকার সময়ও ধরা হবে। সেটা থাকলে সৌরভ যেমন প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারতেন না, তেমনই গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব পদে থাকতে পারতেন না জয় শাহ। এখন নতুন রায়ে জট কেটে গেল, সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে সৌরভের কোনও আইনগত বাধা রইল না। আবার কোনও পদে না থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষমতার খেলায় প্রাসঙ্গিক থেকে গেলেন প্রাক্তন বোর্ড ও আইসিসি প্রধান শ্রীনিবাসন। আসন্ন বোর্ড নির্বাচনে তিনি পিছন থেকে কলকাঠি নাড়তে পারবেন।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলছেন, ‘আমরা কিছু বিষয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চেয়েছিলাম। এখন সেই ব্যাখ্যা আসায় আমরা আমাদের নিয়মেই নির্বাচন করব। আগামী দু’দিনের মধ্যেই আমরা সভা ডাকছি।’ সুপ্রিম কোর্টের রায় আরও বলছে, ৭০ বছরের বেশি বয়সীরা ভোট দিতে পারবেন, কিন্তু কোনও পদে থাকতে পারবেন না। প্রথম থেকেই তামিলানড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন লোধা কমিশনের রায় নিয়ে আপত্তি তুলে এসেছে। বোর্ড নির্বাচনের ঠিক আগে সুপ্রিম কোর্টের রায় নিজের দিকে ঘোরাতে সক্ষম হলেন শ্রীনি।

সিওএ-র পক্ষে কেউ কোনও মন্তব্য না করলেও জানা গিয়েছে, আগামী ২২ অক্টোবরই বোর্ডের নির্বাচনের দিন হিসেবে রাখা হচ্ছে। নির্বাচন হয়ে যাওয়ার পরে সিওএ-র পক্ষ থেকে সিল করা খামে রিপোর্ট সুপ্রিম কোর্টে দেওয়া হবে। তার পর থেকে সিওএ-র আর কোনও ক্ষমতা থাকবে না।

সিওএ-র নির্দেশ অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব অ্যাসোসিয়েশনে নির্বাচন হওয়ার কথা। তার আগে ২১ দিনের নোটিশ দেওয়ার নিয়ম। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অ্যামিকাস কিউরে পিএস নরসিমার কাছে আবেদন করলে ২১ দিনের ওই সময়সীমা কমানো যেতে পারে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল