অ্যাপশহর

ইডেনের টেস্ট মনে নেই: স্টিভ

সেই টেস্টের স্মৃতি মনে রাখতে না চাইলেও সেই ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন স্টিভ। সেটা বললেন এ দিন, ‘আমরা হারলেও দারুণ একটা ম্যাচ হয়েছিল। প্রিয় মাঠে সেঞ্চুরি পেয়েছিলাম। সেটা মনে আছে।’

EiSamay.Com 28 Jan 2020, 2:38 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইডেনে আচমকা স্টিভ ওয়। সোমবার ম্যাচ চলছিল বাংলা বনাম দিল্লির। লাঞ্চের সময় হঠাৎই হাজির হয়ে যান স্টিভ। হাতে ক্যামেরা নিয়ে। প্রচুর ছবি তোলেন। তারপর ইডেন থেকে বেরিয়ে চলে যান উল্টোদিকের মাঠে। কেন হঠাৎ ইডেনে এবং ময়দানে হাজির হলেন কিংবদন্তি স্টিভ? আসলে ‘স্পিরিট অফ ক্রিকেট’ নামের একটি বই লিখছেন স্টিভ। তার জন্যই ইডেন সহ ঘুরছেন ময়দানে। সেই বই নিয়ে তথ্যচিত্রও হবে। পুলিশ এবং কাস্টমস মাঠেও গিয়েছেন স্টিভ। সেখানে তখন ঘরোয়া ক্রিকেট চলছিল।
EiSamay.Com Steve Waugh doesn’t want to remember 2001 eden test
স্টিভ ওয়াহ


এরই মাঝে ইডেনের ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে কথা বলেন বিশ্বজয়ী অধিনায়ক। ইডেনে আসা মানেই ঘুরে-ফিরে সেই ২০০১ সালের টেস্টের স্মৃতি। সেই প্রসঙ্গ এ দিনও উঠল। তবে স্টিভ বলে গেলেন, এই স্মৃতি তিনি মনে রাখতে চান না। তাঁর কথায়, ‘ইডেন বলতে আমি মনে রাখব, ১৯৮৭-র বিশ্বকাপ জয়ের স্মৃতি। সেটা খুব মধুর ছিল। আমার প্রিয় মুহূর্ত। সেখানে ২০০১-এর টেস্ট মনে রাখতে চাই না।’

সেই টেস্টের স্মৃতি মনে রাখতে না চাইলেও সেই ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন স্টিভ। সেটা বললেন এ দিন, ‘আমরা হারলেও দারুণ একটা ম্যাচ হয়েছিল। প্রিয় মাঠে সেঞ্চুরি পেয়েছিলাম। সেটা মনে আছে।’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল