অ্যাপশহর

ক্ষমাপ্রার্থী স্মিথ, বিরাট বললেন, ওঁরা বন্ধু নন

শেষ হয়েও হইল না শেষ! ধৌলাধার পাহাড়ের কোলে সকাল সকাল ভারত আট উইকেটে ম্যাচ ও সিরিজ জিতে নিলে কী হবে , ভারত -অস্ট্রেলিয়া যুদ্ধ মোটেই শেষ হয়নি৷

EiSamay.Com 29 Mar 2017, 7:51 am
সব্যসাচী সরকার ■ ধরমশালা
EiSamay.Com steve smith apologises for losing control over emotions
ক্ষমাপ্রার্থী স্মিথ, বিরাট বললেন, ওঁরা বন্ধু নন

শেষ হয়েও হইল না শেষ! ধৌলাধার পাহাড়ের কোলে সকাল সকাল ভারত আট উইকেটে ম্যাচ ও সিরিজ জিতে নিলে কী হবে , ভারত -অস্ট্রেলিয়া যুদ্ধ মোটেই শেষ হয়নি৷ উল্টে মঙ্গলবার নতুন করে যেন শুরু হল স্টেডিয়ামের প্রেস রুমে৷ আইপিএল শুরু হতে আর দিনদশেক৷ যেখানে স্টিভ স্মিথ তো বটেই , খেলার কথা ওয়ার্নার , ম্যাক্সওয়েল , মার্শ-সহ এক ঝাঁক অস্ট্রেলীয়র৷ স্মিথের সঙ্গে এক টিমে খেলবেন রাহানে ও অশ্বিন৷ তার আগে স্মিথ শান্তির জন্য ক্ষমা চেয়ে হাত বাড়ালেও বিরাট অজিদের আর বন্ধু ভাবতে রাজি নন৷ ম্যাচ শেষে প্রচারমাধ্যমের সামনে স্মিথ বলে দেন , ‘সিরিজে আমি পারফর্ম করতে খুব মরিয়া ছিলাম৷ কখনও কখনও অতিরিক্ত আবেগে কিছু কথা বলে ফেলেছি৷ যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি৷ এই ভারত সফর আমার ও টিমের কাছে একটা লার্নিং কার্ভ৷ ’

কিন্ত্ত এতেই শেষ না করে এক অজি সাংবাদিকের প্রশ্নে স্মিথ স্বীকার করে নেন , মাঠে ম্যাথু ওয়েড ও রবীন্দ্র জাডেজার কথোপকথন যে ভাবে ভারতীয় বোর্ড নিজেদের সাইটে আপলোড করেছে , তা হতাশাজনক৷ ‘মাঠে আমরা খেলার সময় অনেক কথাই বলি৷ সেগুলো মাঠেই থেকে যায়৷ ভারতীয় বোর্ড যা করেছে , তা হতাশাজনক৷ ’ আগের দিনই অস্ট্রেলিয়ার ইনিংসে শেষ উইকেট পড়ার সময় হ্যাজেলউডের ক্যাচ মুরলী বিজয় ঠিকঠাক ধরেননি অভিযোগ করে স্মিথ তাঁকে ‘ফা ... চিট ’ বলে ছিলেন৷ যা ক্যামেরায় ধরা পড়েছিল৷ সে জন্যই কি টিম ম্যানেজমেন্টের চাপে পড়ে স্মিথ ক্ষমা চাইলেন ? নাকি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশে ? আবার এক অজি সাংবাদিক বিরাটকে প্রশ্ন করেছিলেন , ‘সিরিজের শুরুতে আপনি বলেছিলেন , মাঠের বাইরে এই অস্ট্রেলিয়া টিমের অনেকেই আপনার বন্ধু৷ সিরিজ শেষেও কি একই কথা বলবেন ?’ উত্তরে বিরাট পরিষ্কার বলেন , ‘না , আমার ধারণা বদলে গিয়েছে৷ আমি ওদের বন্ধু ভাবতাম , কিন্ত্ত এখন আর তা ভাবতে পারছি না৷ সিরিজ শুরুর আগে আমি যা বলেছিলাম , ভুল প্রমাণিত হয়েছে৷ আর আপনি আমাকে ওদের বন্ধু বলতে শুনবেন না৷ ’

সিরিজের শুরু থেকেই চলেছে বিরাট বনাম অস্ট্রেলিয়ার টক্কর৷ বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নেওয়ার সময় স্মিথ ড্রেসিংরুমের দিকে তাকানোয় তাঁকে ঘুরিয়ে ‘প্রতারক ’ বলেন বিরাট৷ অভিযোগ করেন , তাঁর ব্যাটিংয়ের সময় আরও দু’বার একই কাজ করেছে অস্ট্রেলিয়া৷ যার প্রমাণ নেই দাবি করে স্মিথের সমর্থনে পাল্টা বিবৃতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ আইসিসি -র পক্ষ থেকে সিরিজে শান্তি বজায় রাখার কথা বলা হয়৷ ক্রিস ব্রডকে সরিয়ে নতুন ম্যাচ রেফারি নিযুক্ত করা হয় রিচি রিচার্ডসনকে৷ তাতেও বিতর্ক থামেনি৷ রাঁচি টেস্টে বিরাটের কাঁধের চোট নিয়ে অঙ্গভঙ্গি করেন ম্যাক্সওয়েল৷ একই ভাবে ওয়ার্নারের আউটের পরে নিজের কাঁধে চাপড় মারতে দেখা যায় বিরাটকে৷ অজি মিডিয়ায় তাঁকে ‘বিশ্ব ক্রিকেটের ডোনাল্ড ট্রাম্প ’-ও বলা হয়৷

বিরাটের বিবৃতি বোঝাচ্ছে , তিনি মোটেই গান্ধীবাদে নেই৷ রেখে ঢেকে শান্তিচুক্তিতেও নেই৷ অজিদের জন্য সহজ বার্তা তাঁর৷ ‘আমাদের খোঁচালে পাল্টা খেতে তৈরি থাকতে হবে৷ ’সিরিজ সেরা জাডেজা৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল