অ্যাপশহর

₹১৬ হাজার কোটিতে IPL ঘরে তুলল স্টার ইন্ডিয়া

IPL-এর স্বত্ব কেনার দৌড়ে অংশগ্রহণ করেছিল মোট ২৪টি সংস্থা।

EiSamay.Com 4 Sep 2017, 3:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: IPL-এর TV ও ডিজিটাল স্বত্ব কেনার দৌড়ে সোনিকে টেক্কা দিল স্টার ইন্ডিয়া। ₹১৬, ৩৪৭.৫০ কোটিতে ৫ বছরের জন্য IPL-এর স্বত্ব কিনে নিল স্টার। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত IPL-এর TV-ডিজিটাল সম্প্রচারের একমাত্র অনুমতি থাকল স্টার ইন্ডিয়ার হাতে।
EiSamay.Com star india wins ipl media rights for next five years
₹১৬ হাজার কোটিতে IPL ঘরে তুলল স্টার ইন্ডিয়া


IPL-এর স্বত্ব কেনার দৌড়ে অংশগ্রহণ করেছিল মোট ২৪টি সংস্থা। প্রাথমিকভাবে ইয়াহু, অ্যামাজন এবং ESPN-এর তরফেও নিলামে অংশগ্রহণ করার কথা থাকলেও, মূল নিলামে উপস্থিত ছিল না এই সংস্থাগুলি। ২৪টির মধ্যে ১৪টি সংস্থাকে নিয়ে নিলাম শুরু হয়। কিন্তু, একটি বিডিংয়েই ৫ বছরের জন্য IPL-এর স্বত্ব কিনে নেয় স্টার ইন্ডিয়া।
Here are the final figures for IPL Media Rights for the period from 2018-2022. #IPLMediaRights pic.twitter.com/2y1m0X4701 — IndianPremierLeague (@IPL) September 4,2017 BCCI-এর CEO রাহুল জোহরি জানিয়েছেন, TV সম্প্রচারের স্বত্ব-এর জন্য স্টার ও সোনির মধ্যেই মূল লড়াই ছিল। আর ডিজিটাল-এর জন্য টাইমস ইন্টারনেট, রিলায়েন্স Jio, এয়ারটেল এবং ফেসবুক-এর মধ্যে কেউ এগিয়ে আসবে মনে করা হচ্ছিল। কিন্তু, শেষে জানা যায়, একটি বিডিংয়েই দুটি স্বত্বই ঘরে তুলে নিয়েছে স্টার।

স্টার ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর জানিয়েছেন, ‘IPL খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ। TV ও ডিজিটালে এর সম্প্রচার থেকে ফ্যানেদের অনেক কিছু দিতে পারব বলে আমরা মনে করি।’

২০০৮ সালে ₹৮২০০ কোটি দিয়ে ১০ বছরের জন্য IPL-এর TV-স্বত্ব কিনেছিল সোনি পিকচার্স নেটওয়ার্ক। অন্যদিকে ২০১৫ সালে ₹৩০২.২ কোটিতে ৩ বছরের জন্য IPL-এর ডিজিটাল স্বত্ব বিক্রি করা হয় নোভি ডিজিটালকে।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল