অ্যাপশহর

শোয়েব আখতারের থেকেও বেশি গতি? বিশ্বের দ্রুততম বল করলেন এই পেসার!

গত রবিবারের এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারায় ভারতীয় দল। এরপর ২২ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। নজরে থাকবেন পাথিরানা।

EiSamay.Com 20 Jan 2020, 7:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উল্টো দিকে নীল জার্সিতে ভারতীয় ব্যাটসম্যান। দৌড়ে এসে তীব্র গতির বল ছুঁড়লেন লঙ্কান বোলার। টিভি স্ক্রিনের তথ্যে উঠে গেল বলের গতি। আর এরপরই খবরের শিরোনামে উঠে এলেন শ্রীলঙ্কার পেসার মাথিসা পাথিরানা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে যিনি ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে বল করেছেন। এরপরই পাকিস্তানের পেসার শোয়েব আখতারের সঙ্গে তুলনা করা হচ্ছে লঙ্কান পেসারকে।
EiSamay.Com Matheesha Pathirana
সেই পেসার!


২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ডেলিভারিতে শোয়েব আখতারের বলের গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। এখনও পর্যন্ত এটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতির ডেলিভারি। পরবর্তীতে ১৬০ কিলোমিটার/ঘণ্টা গতি স্পর্শ করেছিল ব্রেট লি, শট টেটের বল।


তবে এবার পাথিরানার ডেলিভারিই আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম গতির বল হিসেবে পরিচিত হচ্ছে। ১৭ বছরের পেসারকে নিয়েই এখন আলোচনা চলছে ক্রিকেট মহলে। যদিও ICC-র তরফে এখনও এর সত্যতা স্বীকার করা হয়নি।

প্রসঙ্গত, গত রবিবারের এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারায় ভারতীয় দল। এরপর ২২ জানুয়ারি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। নজরে থাকবেন পাথিরানা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল