অ্যাপশহর

সেঞ্চুরিয়নে স্টেইনের বদলি হয়তো মরিস

স্টেইন নেই তো কী হয়েছে, সেঞ্চুরিয়নে আগামী ১৩ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে তাঁর বদলি হিসেবে দু’জন তাজা পেসার নিচ্ছে দক্ষিণ আফ্রিকা৷

EiSamay 10 Jan 2018, 12:24 pm
সব্যসাচী সরকার ■ কেপ টাউন
EiSamay.Com south africa call up chris morris as replacements for dale steyn
সেঞ্চুরিয়নে স্টেইনের বদলি হয়তো মরিস

স্টেইন নেই তো কী হয়েছে, সেঞ্চুরিয়নে আগামী ১৩ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে তাঁর বদলি হিসেবে দু’জন তাজা পেসার নিচ্ছে দক্ষিণ আফ্রিকা৷ এঁরা হলেন ডুয়ান অলিভিয়ের ও ২১ বছর বয়সী নতুন প্রতিভা লুঙ্গি এনজিডি৷ প্রসঙ্গত , স্টেইন পুরো সিরিজের জন্যই বাইরে চলে গিয়েছেন৷ তাঁর চোট সারতে কম পক্ষে চার থেকে ছয় সন্তাহ লাগবে৷ তবে এই দু’জনের কেউ নন, প্রথম এগারোয় স্টেইনের বদলে ঢুকতে পারেন অলরাউন্ডার ক্রিস মরিস৷ যিনি ১৪৫ প্লাস গতিতে বলের পাশাপাশি ব্যাটটাও করতে পারেন৷

অলিভিয়ের এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টেস্ট খেলেছেন৷ সবগুলোই ২০১৭ সালে৷ এনজিডি গত বছর একটি টি -টোয়েন্টি খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে৷ কিন্ত্ত দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট বা ওয়ান ডে খেলেননি৷ শেষ টেস্ট খেলেছেন গত সেপ্টেম্বর -অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে৷ সেই সিরিজে দুটি টেস্টে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট৷ ২০১৬ সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেকে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন অলিভিয়ের৷ কিন্ত্ত তার পরে টিমে নিয়মিত হয়ে উঠতে পারেননি৷

এই মুহূর্তে দু’জনেই ঘরোয়া ওয়ান ডে কাপ টুর্নামেন্ট খেলতে ব্যস্ত৷ টিমে ঢুকলেও দু’জনের পক্ষে সেঞ্চুরিয়নে প্রথম এগারোয় জায়গা পাওয়া কঠিন৷ যতটুকু জানা যাচ্ছে , সেঞ্চুরিয়নে কেপ টাউনের চেয়েও সজীব উইকেট থাকবে৷ অধিকাংশ সময় এই উইকেটে দক্ষিণ আফ্রিকা চার পেসার খেলায়৷ সেই যুক্তিতে স্টেইনের জায়গায় খেলার সবচেয়ে বেশি সম্ভাবনা ক্রিস মরিসের৷ স্পিনার কেশব মহারাজকে বসিয়ে বাড়তি একজন ব্যাটসম্যানও খেলানো হতে পারে৷ কারণ কেপ টাউনে ভারতীয় পেসারদের দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স খুবই ভালো বলে ধরা হচ্ছে৷ বাড়তি ব্যাটসম্যান হিসেবে কেপ টাউনে খেলতে পারেন তেম্বা বাভুমা৷
সেঞ্চুরিয়ন টেস্টের টিম : ফাফ দু প্লেসি (অধিনায়ক ), হাসিম আমলা , তেম্বা বাভুমা , টেউনিস দ্য ব্রুইন , কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার , কেশব মহারাজ , অ্যাইডেন মার্কর্যাম , মর্নি মর্কেল , ক্রিস মরিস , আন্ডিল ফেলুকায়ো , ভের্নন ফিল্যান্ডার , কাগিসো রাবাডা৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল