অ্যাপশহর

'এভাবেও ফিরে আসা যায়', ভাইরাল নাইট ড্রেসিংরুমে সৌরভের 'ভোকাল টনিক'

IPL টুর্নামেন্টের প্রথম বছরে সৌরভ গঙ্গোপাধ্যায় আইকন ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন। তিনি তিলোত্তমা শহরের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে সৌরভ খেলেছিলেন।

EiSamay.Com 9 Jul 2021, 2:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে দু'বার আইপিএল (IPL) টুর্নামেন্ট জয় করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০০৮ সালে কলকাতার এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সৌরভের জন্মদিনে নাইট ব্রিগেড টুইটারে একটা ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিয়োয় দেখা গেছে, নাইটদের প্রাক্তন অধিনায়ক ড্রেসিংরুমে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন।
EiSamay.Com Sourav Ganguly Speech
আজ ৪৯ বছরে পা রাখলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।


IPL টুর্নামেন্টের প্রথম বছরে সৌরভ গঙ্গোপাধ্যায় আইকন ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন। তিনি তিলোত্তমা শহরের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে সৌরভ খেলেছিলেন।

আজ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটা ভিডিয়ো ক্লিপ শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে :

'২০০৮ সালের অদেখা ফুটেজ - #KKR টিম মিটিংয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোটিভেশনাল বক্তব্য।'

ওই ক্লিপে সৌরভ বলেছেন,

'আন্তর্জাতিক ক্রিকেটে আমি প্রায় ১৪ বছর কাটিয়ে ফেলেছি। আমি গোটা কেরিয়ারে ভালো দিন দেখেছি, সহ্য করতে হয়েছে খারাপ দিনও। ২০০৫ সালে আমাকে যখন দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তখন আমি দলের অধিনায়ক ছিলাম। আমাদের সঙ্গে গ্রেগ চ্যাপেলের কিছু সমস্যা হয়েছিল। সেকারণে আমাকে বাদ দেওয়া হয়। কেউ আমাকে ফিরে আসার সুযোগ দেয়নি।'

'সেইসময় প্রত্যেকে, এমনকী বাড়িতে আমার বাবাও হামেশাই বলতেন - এটা ভুলে যাও। তুমি প্রচুর ক্রিকেট খেলেছ। তুমি ৩০০ একদিনের ম্যাচ, ৮০টার কাছাকাছি টেস্ট ম্যাচ খেলে ফেলেছ। আমার মনে হয় না, তুমি আর কখনও জাতীয় দলের হয়ে খেলতে পারবে। কিন্তু, তারপরেও আমি কামব্যাক করেছিলাম। ছ'মাস পর আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলাম। কেরিয়ারের শেষ ১৭ মাসে আমি জীবনের সেরা ক্রিকেটটা খেলেছিলাম।'

'আজ আমি কেন তোমাদের এই কথাগুলো বলছি? কারণ আমি জানি, জীবনের কোথায় কোন সুযোগ লুকিয়ে রয়েছে, সেটা আমরা কেউই জানি না। আমি মনে করি, বন্ধ দরজার পিছনে অবশ্যই একটা আলোর রেখা থাকবে।'


এই ভিডিয়োয় সৌরভের ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে শোয়েব আখতারকে। IPL টুর্নামেন্টের প্রথম বছরে তিনি নাইট ব্রিগেডের প্রধান বোলিং অস্ত্র ছিলেন। ভিডিয়োয় ভারতের প্রাক্তন অধিনায়ককে প্রত্যেকের কাছে একটাই আর্জি জানাতে দেখা যাচ্ছে, নিজের ওপর কখনও বিশ্বাস হারিয়ো না। এই ভিডিও আজ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

IPL টুর্নামেন্টের প্রথম কয়েকটা মরশুমে সাফল্যের মুখ দেখতে পায়নি কলকাতা নাইট রাইডার্স। প্রথম বছরে তারা ষষ্ঠস্থানে শেষ করেছিল। প্রথমবার প্লে-অফে জায়গা অর্জনের জন্য তাদের ২০১১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল