অ্যাপশহর

সৌরভের প্রতিবাদে ফিরল দলীপ ট্রফি

দলীপ ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত বদলে গেল সৌরভের প্রতিবাদে৷

EiSamay.Com 30 Aug 2017, 12:03 pm
এই সময়: দলীপ ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত বদলে গেল সৌরভের প্রতিবাদে৷
EiSamay.Com sourav ganguly not kept in loop over duleep trophy scrapping
সৌরভের প্রতিবাদে ফিরল দলীপ ট্রফি


প্রথমে এই টুর্নামেন্ট তুলে দেওয়ার সদ্ধিান্ত হলেও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই জানতেন না ! যা নিয়ে বিরক্ত সৌরভ ই -মেলও পাঠিয়েছিলেন বোর্ডে৷ এখন সিওএ -এর পক্ষে ডায়ানা এডুলজি জানাচ্ছেন , ‘এ বছর দলীপ ট্রফি নিশ্চয়ই হবে৷ টুর্নামেন্ট মোটেই বাতিল করা হচ্ছে না৷ ’গত মাসে কলকাতায় বোর্ডের টেকনিক্যাল কমিটির সভা ছিল৷ সেখানে দলীপ সহ গোলাপি বলে টুর্নামেন্ট খেলা নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট খেলার কথা বলা হয়৷ তারপর বিসিসিআই ঘরোয়া ক্রিকেটের যে সূচি ঘোষণা করেছে , সেখানে দেখা যায় দলীপ ট্রফি বাদ দিয়ে দেওয়া হয়েছে ! সৌরভকে কোনও কিছু না জানিয়েই !এরপরই জেনারেল ম্যানেজার এম ভি শ্রীধরকে ই -মেল করেন সৌরভ৷ জানতে চান , সত্যি ঘটনা৷ সৌরভ লিখেছেন , ‘আমি মিডিয়ায় জানতে পারি , দলীপ ট্রফি এ মরসুমে থাকছে না৷ জানি না , এটা সত্যি কী না !

কিন্ত্ত আপনার নিশ্চয়ই মনে আছে , সভায় টেকনিক্যাল কমিটির সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন , দলীপ ট্রফিতে গোলাপি বলে খেলা হবে এবং গতবারের মতো একই ফর্ম্যাটে টুর্নামেন্টটা খেলা হবে৷ তারপর কী হল ?’সৌরভ সভাতে এমনও বলেছিলেন , এ বার দলীপ হায়দরাবাদ বা দক্ষিণ ভারতের কোনও শহরে করা হোক৷ কারণ , মোহালি বা ধরমশালায় এই সময় বৃষ্টির সম্ভাবনা তাকে৷ বোর্ডের এক কর্তা এ দিন এ নিয়ে বলেন , ‘সৌরভ আমাদের অনেক রকম পরামর্শ দিয়েছিলেন৷ ওঁর পরামর্শ গুরুত্ব দিয়ে শোনাও হয়েছিল৷ ’ এমনকি আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাও চেয়েছিলেন লক্ষ্মৌতে নতুন স্টেডিয়ামে দলীপ ট্রফি করা হোক৷

এত কিছুর পরেও বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছিল কেন ?বোর্ড কর্তার কথায় , ‘ওই সময় অন্য টুর্নামেন্ট থাকায় দলীপের জন্য ক্রিকেটার পাওয়া যাবে না৷ অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সিরিজ রয়েছে৷ নিউ জিল্যান্ড ‘এ ’ টিম আসছে৷ তারা ভারত ‘এ ’ টিমের সঙ্গে দুটো চারদিনের ম্যাচ খেলবে৷ ফলে ৩০ -৩২ জন উপরের সারির ক্রিকেটারকেই পাওয়া যাবে না৷ তাই দলীপের আকর্ষণ থাকবে না৷ ’শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি বদলাল৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল