অ্যাপশহর

Sourav Ganguly : 'জাতটা সবসময়ই চেনা যায়...', অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বর্ডার-গাভাসকার ট্রফির শেষ ম্যাচটা অহমেদাবাদে খেলা হচ্ছে। এই ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করলেন রবিচন্দ্রন অশ্বিন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 10 Mar 2023, 9:50 pm
অহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন খেলা যখন শেষ হয়েছে, সেইসময় ভারতীয় ক্রিকেট দল বিনা উইকেটে ৩৬ রান করেছে। ইতিপূর্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রথম ইনিংস ৪৮০ রানে শেষ করে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন। আর ভারতীয় ক্রিকেট দলের এই অভিজ্ঞ অফ স্পিনারের বোলিং দেখে রীতিমতো অভিভূত হয়েছে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশংসাসূচক একটি টুইটও করে ফেলেন।
EiSamay.Com Sourav Ganguly
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়


ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম তিনটে টেস্ট ম্যাচ মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে যায়। পাশাপাশি এই তিনটে ম্যাচেই আবার স্পিনারদের আধিপত্য স্পষ্ট দেখতে পাওয়া যায়। অন্যদিকে অহমেদাবাদ টেস্ট ম্যাচের প্রথম ২ দিন একেবারে ব্যাটিং সহায়ক হয়ে উঠেছিল। আর সেকারণেই ক্যাঙারু ক্রিকেট দল প্রথম ইনিংসে ৪৮০ রান করে। এরমধ্যে উসমান খোওয়াজা ১৮০ রান এবং ক্যামেরন গ্রিন ১১৪ রানের দুর্দান্ত দুটো ইনিংস উপহার দেন।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ৪৭.২ ওভার বল করেন। এরমধ্যে তিনি ৯১ রান দেওয়ার পাশাপাশি ৬ উইকেটও শিকার করেছেন। তাঁর এই বোলিং দেখার পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে লেখেন, 'এত ভালো একটা উইকেটে অশ্বিনকে এমন বল করতে দেখে খুবই ভালো লাগল। ওর জাতটা সবসময়ই চেনা যায়। আশা করছি, অহমেদাবাদে আমরা একটা ভালো টেস্ট ম্যাচ উপভোগ করতে পারব। গত কয়েকটা ম্যাচে কঠিন উইকেটে খেলার পর এবার ভারতীয় ব্যাটাররা চলতি সিরিজে এই উইকেটে হাত খুলে খেলার যথেষ্ট সুযোগ পাবে।'

বর্ডার-গাভাসকার ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনের কৃতিত্ব

বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিনই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অশ্বিন এখনও পর্যন্ত ১১৩টি উইকেট শিকার করেছেন। ইতিপূর্বে এই রেকর্ডটি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের দখলে ছিল। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১টি উইকেট শিকার করেছেন।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল