অ্যাপশহর

Dadagiri Season 9: শুক্তো রান্না করেন Sourav Ganguly, চেটেপুটে খান ডোনা! জানতেন?

ভারতের সফলতম অধিনায়কদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম। দেশের হয়ে তিনি ১১৩টি টেস্ট ম্যাচ এবং ৩১১টি একদিনের ম্যাচ খেলেছেন। বাঁ হাতের স্টাইলিশ ব্যাটসম্যান সৌরভ টেস্ট ম্যাচে ৪২.১৭ ব্যাটিং গড়ে মোট ৭,২১২ রান করেছেন। এরমধ্যে ১৬টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে ১১,৩৬৩ রান উজ্জ্বল হয়ে রয়েছে।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 22 May 2022, 8:44 pm
ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বহু গুণের কথাই প্রকাশ পেয়েছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আজহারউদ্দিন পরবর্তী জমানায় ভারতীয় ক্রিকেট দলকে তিনি যে উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন, সেকথা আজ আর কারোর অজানা নয়। তবে ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর তাঁর কাজের চাপ বেড়ে গিয়েছে অনেকটাই। একাধারে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পাশাপাশি টেলিভিশন পর্দায় 'দাদাগিরি' অনুষ্ঠানে সঞ্চালনাও করছেন পুরোদমে। আর এই অনুষ্ঠানেই তিনি নিজের সম্পর্কে অজানা একটা তথ্য প্রকাশ করলেন। স্পষ্ট জানালেন যে মহারাজ নাকি রান্নাও করেন!
EiSamay.Com Sourav Shukto Main
শুক্তো রান্না করেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ছবি সৌজন্য - Instagram@zeebanglaofficial

"প্লেয়ারদের পাশে Virat Kohli নয়, ছিলেন Sourav Ganguly", বিস্ফোরক মন্তব্য Virender Sehwag-এর
আজ্ঞে হ্যাঁ, অবাক হবেন না। এটাই সত্যি। কিন্তু, প্রশ্নটা হল কী রান্না করেন সৌরভ? দাদা জানালেন, তিনি নাকি শুক্তো রান্না করেন মাঝেমধ্যেই। আর সেটা তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় খান! তবে তিনি এটাই জানতেন না যে শুক্তো রান্নার জন্য অন্যতম প্রধান উপকরণ হল মুলো। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তিনি কতটা সত্যি কথা বলছেন। মুখ ফসকে বলে ফেললেন, "আমি আগের দিন শুক্তো করলাম, মুলো দিলাম না তো!" এরপরই গোটা ফ্লোর অট্টহাস্যে ফেটে পড়ে। বাংলার প্রখ্যাত অভিনেত্রী চৈতালি দাসগুপ্ত স্পষ্ট বলে দেন, "এইটা আমি বিশ্বাস করলাম না।" এরপরই সৌরভ জোর গলায় বলেন, "আমি রান্না করি, ডোনা খায় সেটা।" এরপর তিনি নিজেও হেসে ফেলেন।
View this post on Instagram A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান আজ আর আলাদা করে বলে দেওয়ার কোনও দরকার নেই। ৪৯টি টেস্ট ম্যাচ এবং ১৪৭টি একদিনের ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে জিততে শিখেছে টিম ইন্ডিয়া। ২০০৩ সালে তিনি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে ফাইনাল পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যুগ্ম বিজয়ী হয়েছিল।
ফের প্রকাশ্যে Virat Kohli-Sourav Ganguly বিবাদ! কোহলিকে পছন্দের একাদশেই রাখলেন না মহারাজ
ভারতের সফলতম অধিনায়কদের মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম। দেশের হয়ে তিনি ১১৩টি টেস্ট ম্যাচ এবং ৩১১টি একদিনের ম্যাচ খেলেছেন। বাঁ হাতের স্টাইলিশ ব্যাটসম্যান সৌরভ টেস্ট ম্যাচে ৪২.১৭ ব্যাটিং গড়ে মোট ৭,২১২ রান করেছেন। এরমধ্যে ১৬টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে ১১,৩৬৩ রান উজ্জ্বল হয়ে রয়েছে। ব্যাটিং গড় ৪১.০২। এই ফরম্যাটে সৌরভের ২২টি সেঞ্চুরি এবং ৭২টি হাফসেঞ্চুরি রয়েছে।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল