অ্যাপশহর

পুরুষদের পর এবার মহিলা ক্রিকেটেও অধিনায়ক বদল! বিস্ফোরক দাবি প্রাক্তন ক্রিকেটারের

আগামী বছর নিউজিল্যান্ডের মহিলা বিশ্বকাপের পরে অবসর নেবেন মিতালি রাজ। তিনি বর্তমানে দলের একদিন ও টেস্ট দলের অধিনায়ক। ফলে তাঁর অবসরের পরে একদিনের ক্রিকেট ও টেস্টে স্মৃতিকেই দায়িত্বে দেখতে চাইছেন প্রাক্তন এই মহিলা ক্রিকেটার।

EiSamay.Com 9 Dec 2021, 8:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মিতালি রাজের পরে ভারতীয় দলের দায়িত্ব কে নেবে? এই প্রশ্ন এখন মহিলা ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। কারণ দলে বেশিরভাগ প্লেয়ারই নতুন। মিতালির পরে রাজত্বের যোগ্য দাবিদার স্মৃতি মান্ধানা। এমনটাই মনে করেন শান্তা রঙ্গস্বামী।
EiSamay.Com Mithali Raj
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ, ছবি সৌজন্য - টুইটার


আগামী বছর নিউজিল্যান্ডের মহিলা বিশ্বকাপের পরে অবসর নেবেন মিতালি রাজ। তিনি বর্তমানে দলের একদিন ও টেস্ট দলের অধিনায়ক। ফলে তাঁর অবসরের পরে একদিনের ক্রিকেট ও টেস্টে স্মৃতিকেই দায়িত্বে দেখতে চাইছেন প্রাক্তন এই মহিলা ক্রিকেটার।

স্মৃতি মান্ধানাকে নিয়ে শান্তা রঙ্গস্বামী বলেন, ‘মিতালির অবসরের পরে স্মৃতি হল সঠিক পছন্দ। ভারতের হয়ে পারফর্ম করা এখনও পর্যন্ত ও দারুণ পারফর্মার। ওকেই সুযোগ দেওয়া উচিত দলকে নেতৃত্ব দেওয়ার।’ শান্তাদেবী মনে করেন, অধিনায়কত্বের জন্য হরমনপ্রীতের ব্যাটিংয়ে প্রভাব পড়েছে। যা ভারতের সাফল্যের অন্যতম অস্ত্র।

স্মৃতি মান্ধানা এখনও পর্যন্ত চারটে টেস্ট খেলেছে। ক্যারিয়ারে তিনি ৬২টা একদিনের ম্যাচ ৮৪ টা টি-২০ ম্য়াচ খেলেছেন। সম্প্রতি তিনি মহিলাদের বিগ ব্যাশে সই করেছেন। মেলবোর্ন রেনেগার্ডের বিরুদ্ধে তিনি শতরানও করেন। হরমনপ্রীত নিজের ব্যাটিং ও ফর্ম নিয়ে গত এক বছর ধরে পরিশ্রম করছেন। তিনিও বিগ ব্যাশে ভালো ফল করেছেন। আন্তর্জাতিক স্তরে তিনি এই ফর্মটা বজায় রাখতে পারেন কিনা সেই দিকে নজর থাকবে।

ভারতের মহিলা দল এরপর নিউজিল্যান্ড সফরে যাবে। তারপর মার্চ-এপ্রিল মাসে বিশ্বকাপ খেলবে। ২০১৭ সালে রানার্স আপ হিসেবে শেষ করে ভারত। এবার জয়কেই পাখির চোখ করছে মিতালি ব্রিগেড। বিশ্বকাপ নিয়ে সম্প্রতি মিতালি বলেন, ‘মার্চ থেকে আমরা তিনটে সেরা দলের বিরুদ্ধে খেলেছি। আমরা প্রস্তুতি এই ম্যাচগুলো থেকে নিয়েছি। প্লেয়াররা ঘরোয়া ও মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলেছে। সেখান থেকেও প্রস্তুতি নিয়েছে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলাটাও আমাদের কাছে একটা বড় সুবিধা হবে। যখন আপনি একটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেন তখনই নিজের সেরাটা বেরিয়ে আসে। আমরা সিরিজ হেরেছি কিন্তু তাতে কড়া লড়াই দিতে পেরেছি। আমরা ২৭০ করেছিলাম এবং ২৭০ তাড়াও করেছিলাম। আমরা যদি ধারাবাহিকভাবে এটা করে যেতে পারি তাহলে বিশ্ব ক্রিকেটে আমরা সেরা দল হতে পারব।’ তবে বিশ্বকাপের আগে দলের মিডল অর্ডারকে আরও ভালো খেলতে হবে বলে মনে করেন মিতালি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল