অ্যাপশহর

বিরাটের সঙ্গে ওপেন করতে চান না শুভমন, খেলবেন না মেসির ক্লাবেও!

ভারতীয় দলে ধীরে ধীরে ভরসার স্তম্ভ হয়ে উঠছেন শুভমন। রোহিত শর্মার পরে তাঁকেই ভাবছে বোর্ড। IPL-এও কলকাতা নাইট রাইডার্সের বিশ্বাস ধীরে ধীরে অর্জন করছেন তিনি।

Lipi 25 Sep 2021, 12:22 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের অন্যতম সফল এবং তরুণ ক্রিকেটারদের তালিকায় উপরের দিকে আছে শুভমন গিলের নাম। ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি তাঁর ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছেন। ওপেনার হিসেবে জাতীয় দলে নিজের জায়গা ধীরে ধীরে পাকা করছেন। কিন্তু কার সঙ্গে তিনি ব্যাটিং করতে পছন্দ করেন, এবার সেই গোপন রহস্যই ফাঁস করলেন।
EiSamay.Com Shubman Gill
লিওনেল মেসি, শুভমন গিল এবং বিরাট কোহলি


গতকালের ম্যাচের পর একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেন শুভমন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় তিনি কার সঙ্গে তিনি ব্যাট করতে পছন্দ করবেন, সচিন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি? শুভমন জানান, 'সচিন স্যার।' এরপর তাঁকে প্রশ্ন করা হয় প্যারিস সেইন্ট জার্মেইনের স্ট্রাইকার নেইমারের সঙ্গে খেলবেন নাকি সচিনের সঙ্গে ওপেনিং করবেন? জবাবে ভারতীয় ক্রিকেটের ঈশ্বরকেই বেছে নেন গিল।

ভারতীয় দলে ধীরে ধীরে ভরসার স্তম্ভ হয়ে উঠছেন শুভমন। রোহিত শর্মার পরে তাঁকেই ভাবছে বোর্ড। IPL-এও কলকাতা নাইট রাইডার্সের বিশ্বাস ক্রমশ অর্জন করছেন তিনি। দ্বিতীয় পর্বের দুই ম্যাচে তিনি মারকুটে ব্যটিং করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শুভমন ৩৪ বলে করেন ৪৮ রান। তিনি ও ভেঙ্কটেশ আইয়ার প্রথম ম্যাচে জয়ের ভিত গড়ে দেন। ৯ উইকেটে জিতে যায় কলকাতা নাইট রাইডার্স।

এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেও ভালো শুরু করেন শুভমন। মাত্র ১৩ রানে আউট হলেও তিনি রানের সুরটা বেঁধে দিয়ে যান। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে গিয়ে চোট পেয়েছিলেন শুভমন। চোট সারিয়ে ফিরেছেন। পাশাপাশি সুযোগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের হয়েও। এর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী জাতীয় দলে খেলেছিলেন শুভমন। সেই বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে দুবার হারানোটা ভারতের জন্য় খুব ভালো ছিল।’ তিনি সেই সময় অনূর্ধ্ব ১৯ দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।

IPL-এ এখনও পর্যন্ত আটটা ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৮০ রান। ওপেনার হিসেবে তাঁর ফর্মে আশার আলো দেখছে কলকাতা নাইট রাইডার্স। কারণে, প্লে অফে যেতে গেলে বাকি ম্যাচগুলো জিততে হবে তাদের। এখন পয়েন্ট তালিকায় ৪ নম্বরে আছে KKR। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দু'ধাপ উঠে আসে তারা। বিশেষজ্ঞদের মতে ১৪ পয়েন্ট পেলে প্লে অফে যেতে পারবে। ২০১৮ সালের পর থেকে আর প্লে অফে ওঠেনি নাইটরা। ফলে এবার উঠতে মরিয়া। IPL-এ প্রথম পর্ব খারাপ গেলেও দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন অধিনায়ক ইয়ন মরগ্যান। দুই ম্যাচে সেটার প্রমাণ দিয়েছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল