অ্যাপশহর

দ্বিতীয় টি-২০ ম্যাচে কেন হারল ভারত? মুখ খুললেন ধাওয়ান

ধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ধীর গতির উইকেটে ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩২ রান তোলে। তবে ২ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতে যায়।

EiSamay.Com 29 Jul 2021, 12:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শিখর ধাওয়ান নিজের দলের পারফরম্যান্সে যারপরনাই খুশি। এত কঠিন পরিস্থির মধ্যেও তাঁর দল যে এমন পারফরম্যান্স করেছে এবং এত কম রান ঝুলিতে নিয়েও যে শ্রীলঙ্কাকে টক্কর দিতে পেরেছে, তাতেই তিনি খুশি। বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ধীর গতির উইকেটে ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩২ রান তোলে। তবে ২ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতে যায়।
EiSamay.Com Shikhar Dhawan
গতকাল ভারতের ইনিংসের শুরুটা বেশ ভালোই করেছিলেন শিখর ধাওয়ান


ম্যাচের পর ধাওয়ান বলেন, 'এই উইকেটে বল ঘুরছিল, কিছুটা থেমেও আসছিল। হ্যাঁ, আমরা জানতাম যে দলে একজন ব্যাটসম্যান কম আছে। সেকথা মাথায় রেখেই আমরা ইনিংসটা গড়ে তুলতে চাইছিলাম। কয়েকটা জায়গায় আমরা সত্যিই ভালো পারফর্ম করেছিলাম। তবে হ্যাঁ, একথাও ঠিক যে ১০-১৫ রান কম করেছিলাম।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি দলের ক্রিকেটারদের নিয়ে খুব গর্বিত। কারণ আমরা যথেষ্ট ভালো লড়াই করেছিলাম। ওদের এই হার না মানা মানসিকতার কারণেই ১৩২ রান নিয়েও আমরা লড়াই করতে পেরেছি। বোলার এবং ব্যাটসম্যান দুজনকেই আমি কৃতিত্ব দিতে চাই।'

অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়র দাসুন শনকা ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারত সিরিজটা খেলতে সম্মত হয়েছে। শনকা বললেন, 'আমি জানতাম, ওদের কম রানের মধ্যে আটকে রাখতে পারলে আমরা সেটা তাড়া করতে পারব। তবে প্রথম ৬ ওভার আমরা কাজে লাগাতে পারিনি। তবে ধনঞ্জয় ডি সিলভা এভং ওয়ানিনডু হাসারঙ্গা আমাদের জাাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য বিসিসিআই এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই কঠিন সময়ে দলের তরুণ ক্রিকেটারের জন্য একটা অনেক বড় সুযোগ।'

পরের খবর