অ্যাপশহর

দাবানল জন্যে ওয়ার্নের ব্যাগি গ্রিন নিলাম

ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম তহবিলে দান করার ব্যাপারটি ঘোষণা করেন ক্রিস লিন। একে একে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শর্টের মতো তারকারা। এ বার ওয়ার্নের ব্যাগি গ্রিন নিলাম।

EiSamay.Com 7 Jan 2020, 8:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দাবানলের জন্য অস্ট্রেলিয়ার টেনিস তারকা থেকে ক্রিকেটার সবাই একজোট। নানা ভাবে তহবিলে অর্থ দান করছেন তাঁরা। কেউ ছক্কা পিছু একটা নির্দিষ্ট অর্থ দান করছেন। কেউ প্রতিটি ‘এস’-এর জন্য অর্থ দান করছেন।
EiSamay.Com Shane warne auctions his baggy green cap
ওয়ার্নের ব্যাগি গ্রিন


এর মাঝেই শেন ওয়ার্ন ঘোষণা করলেন, তিনি নিলামে তুলছেন তাঁর ব্যাগি গ্রিন টুপি। যা তিনি পরেছিলেন তাঁর পুরো টেস্ট কেরিয়ার জুড়ে। আর সাড়াও পেলেন দারুণ ভাবে। অনলাইনে চলা এই নিলামে মাত্র দু’ঘণ্টাতেই উঠল ২ লক্ষ ৭৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার।

সোমবার সিডনিতে অস্ট্রেলিয়া ৩-০ সিরিজ জিতল নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। সেই মঞ্চ থেকেই ওয়ার্ন ঘোষণা করেন টুইটারে একটি ছবি পোস্ট করে। লেখেন, ‘অস্ট্রেলিয়ার বীভৎস দাবানল আমাদের বিস্মিত করেছে। এত মানুষের জীবন আগুনে ক্ষতিগ্রস্ত যে তা আমাদের সবাইকে ছুঁয়ে গিয়েছে। মানুষ প্রাণ হারিয়েছেন, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৫০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে।’ বিশ্বের সর্বকালের সেরা লেগস্পিনারের সংযোজন, ‘সবাই এই লড়াইয়ে একসঙ্গে আছে। আমরা নিজেরা নানা ভাবে চেষ্টা করছি কিছু করার। সেই ভাবনা থেকেই আমি নিলামে তুলছি আমার খুব প্রিয় ব্যাগি গ্রিন টুপি (৩৫০ নম্বর)। যে টুপি আমি আমার পুরো টেস্ট কেরিয়ারে পরেছি। আশা করব, আমার ব্যাগি গ্রিন থেকে বড়সড় একটা পরিমাণ অর্থ আমি দান করতে পারব তাঁদের জন্য, যাঁদের এখন অর্থ খুব দরকার।’

ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম তহবিলে দান করার ব্যাপারটি ঘোষণা করেন ক্রিস লিন। একে একে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শর্টের মতো তারকারা। এ বার ওয়ার্নের ব্যাগি গ্রিন নিলাম।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল