অ্যাপশহর

ভারতের প্রশংসা করে প্রবল বিপাকে আফ্রিদি

ভারতে খেলতে এসে কখনও নিরাপত্তার অভাব বোধ করেননি তিনি। অকুণ্ঠ ভালোবাসায় বরাবরই আপ্লুত হয়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। আর এতেই আপাতত আইনি সমস্যায় জড়ালেন তিনি।

EiSamay.Com 14 Mar 2016, 5:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে খেলতে এসে কখনও নিরাপত্তার অভাব বোধ করেননি তিনি। অকুণ্ঠ ভালোবাসায় বরাবরই আপ্লুত হয়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। আর এতেই আপাতত আইনি সমস্যায় জড়ালেন তিনি।
EiSamay.Com shahid in trouble for making praising comment on india
ভারতের প্রশংসা করে প্রবল বিপাকে আফ্রিদি


আরও পড়ুন: ​ভারতের মতো ভালোবাসা পাকিস্তানেও পাই না

লাহোরের এক আইনজীবী আফ্রিদির বিরুদ্ধে ‘দেশ বিরোধী’ মন্তব্য করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। আর তার জেরেই আইনি নোটিশ জারি হতে চলেছে আফ্রিদির বিরুদ্ধে। দিন দু.য়েক আগে শহরে পা দিয়েছে পাকিস্তান দল। এর মাঝেই একটি সাংবাদিক সম্মেলনে আফ্রিদি মন্তব্য করেন, ‘ভারতে খেলতে এসে কখনও নিরাপত্তার অভাব বোধ করিনি। এখানকার মানুষের অকুণ্ঠ ভালোবাসা বরাবর আমি আপ্লুত হয়েছি। নিজের দেশে পাকিস্তানেও এত বালোবাসা পাইনি।’

দেখুন ভিডিয়ো:


এই মন্তব্যের জেরে এখন বিশ্বকাপের আগেই সমস্যায় তিনি। এর আগে প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদও আফ্রিদিকে এক হাত নিয়েছেন। ভারতের এত সুখ্যাতি করার জন্য তিনি পাক অধিনায়ককে রীতিমতো সমালোচনা করেছেন আফ্রিদির।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল