অ্যাপশহর

ভোর চারটেতেও আসতাম নাদিম

৩০ বছরের বাঁ হাতি স্পিনার ঝাড়খণ্ডের হয়ে নিজের সেরাটা যেমন দিয়েছেন, তেমনই উপভোগও করেছেন তাঁর দীর্ঘ কেরিয়ার। নাদিমের কথায়, ‘ঝাড়খণ্ড টিমের আমরা সবাই ক্রিকেটটা উপভোগ করার চেষ্টা করি।

EiSamay.Com 22 Oct 2019, 9:05 am
এই সময় ডিজিটাল ডেস্ক: তখন কলকাতায় ছিলেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ফোন পেয়ে আর দেরি করেননি। রাঁচিতে ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ পেয়ে আপ্লুত শাহবাজ নাদিম। প্রথম ইনিংসে ১১.২ ওভার বল করে মাত্র ৪ মেডেন সহ ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে রয়েছে তেম্বা বাভুমার উইকেট।
EiSamay.Com shahbaz nadeem on never leaving hope to join team india
১৫ বছর বয়সে রঞ্জি ট্রফি অভিষেক হয়েছিল নাদিমের


প্রেস মিটে এসে সোমবার নাদিম হাসতে হাসতে বলেছেন, ‘যখন এত বছর ক্রিকেট খেলে ফেলেছেন, তখন ভোর চারটেয় ফোন করে যদি বলা হয়, ছ’টা থেকে ম্যাচ আছে, শুনলে আপনি চলে আসবেন। টিম ম্যানেজমেন্ট আমাকে যখন ফোন করে, তখন দুপুর আড়াইটা বাজছিল।’ সঙ্গে সংযোজন, ‘এত দিন টিভিতে ম্যাচ দেখতাম। আমার স্বপ্ন ছিল, এ বার লোকেও আমাকে টেস্ট খেলতে দেখুক। সেই স্বপ্নপূরণ হল। রাঁচি আমার ঘরের মাঠ। এত লোকে এখানে চেনে আমাকে। সেখানে যখন টেস্ট অভিষেক হয়, তখন সেটা স্পেশাল হয়ে যায়।’

১৫ বছর বয়সে রঞ্জি ট্রফি অভিষেক হয়েছিল নাদিমের। দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা কাজে লেগেছে। ‘১৫ বছর ধরে টানা রঞ্জি খেলছি। ১১০টার মতো প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লেগেছে। সেই সঙ্গে আইপিএল, ভারতীয় ‘এ’ টিমের হয়ে পারফর্ম করাটা আমাকে তৈরি করে দিয়েছিল। অপেক্ষা করছিলাম, যখন সুযোগ পাব নিজেকে মেলে ধরার চেষ্টা করব।’

৩০ বছরের বাঁ হাতি স্পিনার ঝাড়খণ্ডের হয়ে নিজের সেরাটা যেমন দিয়েছেন, তেমনই উপভোগও করেছেন তাঁর দীর্ঘ কেরিয়ার। নাদিমের কথায়, ‘ঝাড়খণ্ড টিমের আমরা সবাই ক্রিকেটটা উপভোগ করার চেষ্টা করি। অনেককেই জুনিয়র পর্যায় থেকে চিনি। যে কারণে পরিবার হয়ে উঠতে পেরেছি আমরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল