অ্যাপশহর

ইশান্তকে নিয়ে কটাক্ষ গম্ভীরের, স্ট্রেট ব্যাটে পালটা জবাব দিলেন সেহওয়াগ

বীরু-গৌতি সমস্যা এই প্রথম নয়।

EiSamay.Com 6 Apr 2017, 5:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একসময়ে তাঁরা একসঙ্গে ২২ গজ কাঁপিয়েছেন। বিপক্ষের বোলারদের কাছে বীরু-গৌতি জুটি মানে আতঙ্ক ছিল। দীর্ঘদিন একসঙ্গে খেলা দুই ক্রিকেটারের অধুনা সম্পর্কই প্রশ্নের মুখে।
EiSamay.Com sehwag hits gambhir out of the park for his comments on ishant sharma
ইশান্তকে নিয়ে কটাক্ষ গম্ভীরের, স্ট্রেট ব্যাটে পালটা জবাব দিলেন সেহওয়াগ


IPL 10 শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে IPL-এর দলগুলির মধ্যে যুদ্ধও। আর মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন কিংস ইলেভেন পঞ্জাব-এর মেন্টর বীরেন্দ্র সেহওয়াগ। সৌজন্যে, পেসার ইশান্ত শর্মা। IPL-এর নিলামে যাঁকে কোনও দলই কেনেনি। কিন্ত,
নিলামে ইশান্তের কোনও ক্লাব না পাওয়া নিয়ে KKR অধিনায়ক গম্ভীরকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে বাঁ হাতি ব্যাটসম্যান জানিয়েছিলেন, ‘৪ ওভার বল করার জন্য কাউকে ২ কোটি বেস প্রাইজ দেওয়া যায় নাকি।’

কিন্তু, IPL শুরুর কয়েকদিন আগেই পঞ্জাবে দলে জায়গা পেয়েছন ইশান্ত। সূত্রের খবর, সেহওয়াগের সৌজন্যেই ইশান্তকে দলে নিতে রাজি হয়েছেন প্রীতি জিন্টারা। এবার গম্ভীরের মন্তব্য নিয়ে বীরুকে প্রশ্ন করা হয়। রসিক স্বভাবের সেহওয়াগ জবাবও তেমন দেন। তিনি বলেন, ‘তাহলে ৬০টা বল খেলার জন্য ১২ কোটি দেওয়ার কোনও যুক্তি নেই।’

বীরু-গৌতি সমস্যা এই প্রথম নয়। এর আগে কাশ্মীরে শহিদের-কন্যা গুলমেহর কর’কে নিয়ে সেহওয়াগের মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন গম্ভীর।

আগামী ১৩ এপ্রিল মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পঞ্জাব।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল